Home আপডেট ই-মেলে নয়, ডাকযোগে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ই-মেলে নয়, ডাকযোগে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ই-মেলে নয়, ডাকযোগে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

[ad_1]

পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল ১০ টা নাগাদ হাইকোর্টে আসেন বিচারপতি। কিছুক্ষণ পর জিপিওর উদ্দেশে রওনা দেন তিনি। ১০টা ৩৫-এ জিপিও পৌঁছন তিনি সেখান থেকেই ইস্তফাপত্র রাষ্ট্রলপতির কাছে পাঠিয়ে দেন।

হাইকোর্টে এসে তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গে দেখা করতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানোর পাশাপাশি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও তিনি তাঁর  ইস্তফাপত্র পাঠিয়েছেন। 

মঙ্গলবার দুপুর ২টো ৪৭ মিনিটে এজলাস ছাড়েন বিচারপতি। সেই সময় শেষবার তাঁর সঙ্গে দেখা করার জন্য বহু মানুষ এজলাসে ছুটে আসেন। তাঁদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন কেউ আবার পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে যান। কেউ কেউ তাঁর হাইকোর্ট ছাড়তে বারণ করেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here