Home খেলাধুলো উইকেট নিতে ছুটছে কালঘাম, চোয়াল চাপা লড়াই করছে ক্যারিবিয়ানরা, তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২০৯ রানে India vs West Indies 2nd Test Day 3 Highlights West Indies score 229 runs for 5 wickets end of day three sup

উইকেট নিতে ছুটছে কালঘাম, চোয়াল চাপা লড়াই করছে ক্যারিবিয়ানরা, তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২০৯ রানে India vs West Indies 2nd Test Day 3 Highlights West Indies score 229 runs for 5 wickets end of day three sup

উইকেট নিতে ছুটছে কালঘাম, চোয়াল চাপা লড়াই করছে ক্যারিবিয়ানরা, তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২০৯ রানে India vs West Indies 2nd Test Day 3 Highlights West Indies score 229 runs for 5 wickets end of day three sup

[ad_1]

ত্রিনিদাদে তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধো চোয়াল চাপা লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ। রান বেশি না হলেও, উইকেট যে সহজে ছুড়ে দিয়ে আসবে না ক্যারিবিয়ানরা সেটা পরিষ্কার হয়ে গেল। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে ৬৭ ওভার ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অফ স্পেনের নির্বিষ পিচে উইকেট নিতে রীতিমত কালঘাম ফেলতে হয় ভারতীয় বোলারদের। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৯। ভারত এখনও ২০৯ রানে এগিয়ে।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার করা ৪৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৮৬ রানে ১ উইকেট। ক্রিজে ছিলেন অধিনায়ক ক্রেইগ ব্রেতওয়েট কির্ক ম্যাকেঞ্জি। তৃতীয় দিনের শুরুটাও ভালই করেছিলেন তারা। ১১৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। ৩২ রান করে মুকেশ কুমারের বলে আউট হন তিনি। অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট বাংলার ক্রিকেটারের। এরপরই বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকে।

বৃষ্টি থামা ও মধ্যাহ্ন বিরতির পর জার্মেইন ব্ল্যাকউড ও ব্রেথওয়েট এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্যারিবিয়ান অধিনায়ক। ১৫৭ রানে তৃতীয় উইকেট পায় ভারত। ব্যক্তিগত ৭৫ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হন ক্রেইগ ব্রেথওয়েট। চতুর্থ উইকেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি ভারতকে। দলের ১৭৮ রানের মাথায় ব্যক্তিগত ২০ রান রবীন্দ্র জাদেজার বলে আউট হন জার্মেইন ব্ল্যাকউড।

আরও পড়ুনঃ Virat Kohli Century: ভাঙলেন সচিনের রেকর্ড, ছুঁলেন ব্র্যাডম্যানকে, শতরান করে ৫টি রেকর্ড গড়লেন বিরাট কোহলি

অ্যালিক অ্যাথানজে ও জোসুয়া ডি সিলভা আরকটা ছোট পার্টনারশিপ করেন। দুশো পার হয়ে যায় ক্যারিবিয়ানদের স্কোর। ২০৮ রানে পঞ্চম উইকেটের পতন হয়। ১০ রান করে মহম্মদ সিরাজের শিকার হন সিলভা। এরপর একদিক থেকে লড়াই চালিয়ে যান অ্যাথানজে। তাকে সঙ্গ জেসন হোল্ডার। দিনের শেষে অ্যাখানজে ৩৭ ও হোল্ডার ১১ রানে অপরাজিত। ক্যারিবিয়ানদে ব্যাটিং দেখেই বোঝাই যাচ্ছে হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচতে ড্র-এর জন্য খেলছে। তবে চতুর্থ দিনে তাড়াতাড়ি ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারলে এখনও ম্যাচ জেতার সুযোগ রয়েছে ভারতের।

Tags: Ind vs WI, India vs West indies, Test Cricket

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here