Home খেলাধুলো উৎসবের মাঝে ক্রিকেট দুনিয়ায় শোক, প্রয়াত প্রাক্তন কিংবদন্তী স্পিনার বেদি legendary spinner bishan singh bedi died

উৎসবের মাঝে ক্রিকেট দুনিয়ায় শোক, প্রয়াত প্রাক্তন কিংবদন্তী স্পিনার বেদি legendary spinner bishan singh bedi died

উৎসবের মাঝে ক্রিকেট দুনিয়ায় শোক, প্রয়াত প্রাক্তন কিংবদন্তী স্পিনার বেদি legendary spinner bishan singh bedi died

[ad_1]

নয়াদিল্লি: ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী প্রাক্তন স্পিনার বিষাণ সিং বেদি৷ পঞ্জাবের বাসিন্দা ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের বিশ্বখ্যাতির অন্যতম প্রাথমিক কারিগর ছিলেন বলেই মনে করা হয়৷ ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে তিনি মোট ৬৭টি টেস্ট ম্যাচ ও ১০টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন৷ টেস্টে তিনি নিয়েছিলেন ২৬৬টি উইকেট, আর ১০টি ওয়ান ডে-তে তাঁর সংগ্রহে ছিল সাতটি উইকেট৷

ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এরাপল্লি প্রসন্ন, বিএস চন্দ্রশেখর ও এস ভেঙ্কটরাঘবনের পাশাপাশি বেদি স্পিন বোলিংয়ের চেহারা একেবারে পাল্টে দিয়েছিলেন৷ ভারতের প্রথম একদিনের ম্যাচ জেতার পিছনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি, ১৯৭৫ সালের বিশ্বকাপে৷

ভারতের স্বাধীনতার ঠিক এক বছর আগে, ১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন তিনি৷ পঞ্জাবের এই বাঁ-হাতি স্পিনারের জাদুতে মজেছিল গোটা বিশ্বই৷ ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাতে খড়ি৷ তার পর টানা ২৩ বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলেছেন৷ চোটের কারণে দল না থাকা অধিনায়ক অজিত ওয়াড়েকরের স্থানে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭১ সালে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছিল ভারত৷ ক্রিকেট মানচিত্রে ভারতের উত্থানকে তরান্বিত করেছিল এই জয়৷

শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে দিল্লি দলের সঙ্গে তাঁর আজীবনের যোগ ছিল৷ তিনি এমন অনেক ভারতীয় স্পিন বোলারকে সাহায্য করেছেন, যাঁদের হাতের জাদুতে ভারতীয় ক্রিকেট সমৃদ্ধ হয়েছে৷ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি ছিলেন একজন স্বাধীনচেতা, স্পষ্টবক্তা মানুষ৷ ক্রিকেট বিষয়ক বিভিন্ন বিষয়ে স্পষ্ট মত প্রকাশ করতেন তিনি৷ ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি৷ তাঁর বিদায় নিঃসন্দেহে শোকে মূহ্যমান করবে ক্রিকেট বিশ্বকে৷

Tags: Cricket

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here