Home ব্লগবাজি একগুচ্ছ নোঙর ~ সোমাদ্রি সাহা

একগুচ্ছ নোঙর ~ সোমাদ্রি সাহা

একগুচ্ছ নোঙর   ~     সোমাদ্রি সাহা
একগুচ্ছ নোঙর
****************************
(১)
তোমরা রহস্য স্বাধীনতায় নোঙর করেছ।
বুঝে নিয়েছ পোতাশ্রয় ইতিহাসের সম্পদ
বন্দরগুলো আধুনিকতার দামী সিগারেট

নতুন করে নোঙর দেখাশুনো করো না আর
কেবলই সময় তাতে ফেরিক অক্সাইড দেয়।
সেও তো লাল রঙের মরিচা।

মরিচীকার সিঁদুর আর তোমার লাল শাড়ি উড়ছে

তুমি কী আজও ঋতুমতি...

(২)
আশ্রয়হীন এক ভিক্ষুক যখন নোনতা ঠোঁটে
আমার বন্দরে দাঁড়ায়
তখন ভুলে যাই আমি নারী না পুরুষ।

আমার মানবিকতা তাকে ভিক্ষা দেয় এক মনন
একদিন তোমরাও বুঝবে কোথায় নোঙর করলাম।

(৩)
তোমার ঘরে নয়, তোমার মনে আমি যাব।
তার জন্য টিকিট কেটে যেতে হয় না,
এসো দু’জনে চোখ বুজি, নোঙর করব পলকে।

(৪)
অমুদ্রিত গুচ্ছ শব্দ ভাষারা নোঙর করে ডাস্টবিনে।
তুমি রোজ অফিস যাওয়ার পথে পরিস্কার করো না-কবিতা

ভেবে দেখেছ, সেইসব না-কাব্য আস্তাকুড়ে নয়
রয়ে যায় তোমার দীর্ঘনিঃশ্বাসে।

(৫)
এসো আজ মাইকের সামনে দাঁড়িয়ে নোঙর করি।
মেরুদন্ড কতটা শক্ত, বুঝিয়ে দেব স্তাবকের দলকে।
কারণ রাজা তো একাই থাকে সিংহাসনে বা অন্ধকার গারদে।

নোঙরকরবী তো তুমি দেবে পাঠক...

(৬)
নোঙর করা হাসিরা অনেক সময় চশমার ফ্রেমে
অথবা তোমার ঝোলায়
অথবা তোমার সরকারি চাকরির উচ্চপদের ডিএ-তে
হারিয়ে যায়।

এসো বালিময়তা বসি।
একটা সি-হক তোমার দুঃখদের বুঝবেই...

(৭)
তুমি আজ যে প্রদীপ জ্বালিয়েছ বারান্দায়
সেই প্রদীপেরা আমার নোঙরের শ্যাওলাতেই জ্বলেছিল।

ঘর্ষণ আর কর্ষণের সেই গভীর জল ও বালি-মাটি
বুঝেছিল মানুষ তোমরাও ধর্ষণ করছ সমুদ্রকে...

(৮)
প্রতি প্রভাতের আসুরিক স্বপ্নরা
তোমার পাঠানো শুভেচ্ছা সুপ্রভাতে
বুঝতে শেখে, আসলে তুমি নোঙর করেছ শান্তিতে।

চারিদিকে কেউ নেই।
নোনাজল, হাঙরের ফিন ও তুমি।

(৯)
আমাকে যেখানেই যেতে বলবে প্রতি বইমেলায়
সেখানেই চলে যাব স্টল দিতে। কারণ
আমি মানুষ না, নোঙর করা স্বপ্নকে বাস্তব করি।
আজ গভীর জ্বরে বুঝেছি সে বাস্তব।

(১০)
সুর যখন মেঘমল্লারকে ছুঁয়ে আমার চোখের কোণে
সাগরের বিন্দু তৈরি করে
তখনই বুঝি আমি তো নোঙর করেছি উত্তরসূরীতে।

(১১)
তোমরা উত্তরকাল নিয়ে ভেবে হিসেব করছ আজ
ক্ষমা করে দেওয়ার মতো নাবিক-মন
একমাত্র সমুদ্রের রয়েছে। সমস্ত কষ্ট সমুদ্র নেয়।
তোমায় দেয় শান্তি। নোঙর করো দিগন্তরেখায়।
তুমিও ফিরে পাবে শৈশবকাল। তোমার মা-বাবা।

(১২)
চিল্কার বালি থেকে পুণের বালিকে ভিন্ন ভেবে
কবি সাঁতার দিয়ে পার করেছিল গ্রামের নারকেল গাছে ঘেরা পুকুর।

অনেক দিন পরে বুঝল, আসলে জল তো মায়া
বাস্তব তো নোঙর।
যা আজও বিরাজমান তার নাভিপদ্মে...

 সোমাদ্রি সাহা ~ 01/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here