Home ব্লগবাজি একটি মেয়ের রক্ত ঝরার দিনে ~ বৈশাখী চ্যাটার্জী

একটি মেয়ের রক্ত ঝরার দিনে ~ বৈশাখী চ্যাটার্জী

একটি মেয়ের রক্ত ঝরার দিনে  ~  বৈশাখী চ্যাটার্জী

একটি মেয়ের রক্ত ঝরার দিনে :-

****************************

 

একটি মেয়ে শরীরের প্রথম রক্ত ঝরার দিনে —
কুমারী থেকে নারী হওয়ার দিনে —-,
মেয়েরাই শুধু নারী হয়ে ওঠে ,
প্রকৃতি শুধু নারীর মধ্যেই নারীত্ব হয়ে ফোটে ।
রক্ত যত গড়িয়ে চলে নিচের দিকে —
নারী উঠে দাঁড়ায় তত ভাবনার নারীত্ব থেকে ,
হৃদস্পন্দন বাড়ে -এক অজানা আশঙ্কায় ,
প্রতিদিনের নরমসরম ধরনে —
হঠাৎ তীব্র বেগে ধাক্কা মারে
কোন অজানা মনন !
মন আর মানসিকতায় মুখোমুখি হয় দ্বন্দ্ব —
প্রবাহিত হয় ভাবনার হৃদস্পন্দ ।
তারপর আসে মুখোমুখি পরিহাস ,
প্রথম রক্ত ঝরার দিনে একটি মেয়ের মধ্যে থাকে কিছু শরীরী আভাস ।
নারীই শুধু নারী হয়ে ওঠে –
নারীই শুধু শরীর হয়ে ফোটে ॥
রক্ত গড়িয়ে চলে স্রোতে –
সেই স্রোতে বহমান একটি নারী প্রবাহিত হয় –
এই নিত্য অনিবার্য স্রোতচক্রে একটি নারী উঠে দাঁড়ায় ॥

 বৈশাখী চ্যাটার্জী:17/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here