Home খেলাধুলো এফসি গোয়ায় চোখ ফেরান্দোর, ডুরান্ড সেমিফাইনালের আগে তাল ঠুকছে মোহনবাগান Mohun Bagan Super Giant Ready To Take FC Goa Challenge in Durand Cup 2023 Semi Final sup

এফসি গোয়ায় চোখ ফেরান্দোর, ডুরান্ড সেমিফাইনালের আগে তাল ঠুকছে মোহনবাগান Mohun Bagan Super Giant Ready To Take FC Goa Challenge in Durand Cup 2023 Semi Final sup

এফসি গোয়ায় চোখ ফেরান্দোর, ডুরান্ড সেমিফাইনালের আগে তাল ঠুকছে মোহনবাগান Mohun Bagan Super Giant Ready To Take FC Goa Challenge in Durand Cup 2023 Semi Final sup

[ad_1]

পারাদীপ ঘোষ, কলকাতা: মুম্বই এফসির মতো বড় গাঁট পেরোনো গিয়েছে। ডুরান্ড সেমিতে সামনে এবার এফসি গোয়া। শক্তির বিচারে খাতায় কলমে মুম্বইয়ের মতো না হলেও ফেলে দেওয়ার মত দলও নয় এফসি গোয়া। কিন্তু যে দলে আশিক কুরিয়ান, অনিরুধ থাপা, সাহাল সামাদের মত ফুটবলাররা রয়েছেন, কামিংস, হুগো বুমোসের মত বিদেশীরা রয়েছেন, তারা খামোকা এফসি গোয়ার মত দলকে নিয়ে ভাবতেই বা যাবেন কেন!

মোহনবাগান সুপার জায়ান্ট খাতায়-কলমে এবার ভারতীয় ফুটবলে সেরা দল। ভারসাম্যের দিক থেকেও অনেক এগিয়ে অন্যদের তুলনায়। তবে প্রত্যেকটা দলকেই কন্ডিশনে আনতে কিছুটা সময় লাগে। তারকায় ভরা দল হলেও মোহনবাগান সুপার জায়ান্ট ব্যতিক্রম নয়। আর সেই কাজটাই তিলে তিলে করে চলেছেন কোচ জুয়ান ফেরান্দো। ডুরান্ডের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হার তাই এখন লিস্টন কোলাসো, আনোয়ারদের কাছে স্রেফ অতীত। সবুজ মেরুনের নজর এখন ডুরান্ড ফাইনালে। তার আগে অবশ্য উতরে যেতে হবে আরো একটা হার্ডল। যার নাম এফসি গোয়া।

উদান্তা সিং, সন্দেশ জিঙ্ঘন, বরিস সিং, রেনিয়ার ফার্নান্ডেজ, কার্লোস মার্টিনেজ, ভিক্টর রডরিগুয়েজদের সঙ্গে এফসি গোয়ায় যোগ হয়েছেন মোহনবাগানের প্রাক্তনী কার্ল ম্যাকউ। বছর তিরিশের আইরিশ তারকার যোগদানে ডুরান্ড কাপে ঝলমল করছে গোয়া। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের নিজেদের দিনে কতটা চ্যালেঞ্জ নিতে পারবে গোয়া, সে নিয়ে সন্দেহ রয়ে গেছে ফুটবল মহলে। কলকাতা লিগে মোহনবাগানকে হারানো সাদার্ন সমিতি কোচ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন,”মোহনবাগান দলটা এখনো শেপে আসেনি। একটু সময় গেলে  এই দলটাকেই রোখা মুশকিল হয়ে যাবে!

আরও পড়ুনঃ Knowledge Story: ভারতের কোন গ্রামে সবার আগে সূর্য ওঠে? উত্তর দিতে ব্যর্থ অনেকেই, এবার আপনার পালা

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্দোর চিন্তা অবশ্য অন্য জায়গায়। মরশুমের শুরু থেকেই ঘন ঘন ম্যাচ। রিকভারির সময় পাওয়া যাচ্ছে না! তাই জয়ের পাশাপাশি ফুটবলারদের চোট মুক্ত রাখার দিকেও নজর দিতে হচ্ছে স্প্যানিশ কোচকে। তার ওপর এফ সি গোয়া তাঁর পুরনো দল। মোহনবাগান সুপার জায়ান্টে আসার আগে গোয়াকে কোচিং করিয়েছেন। আর সেই সুবাদে দলটাকে ভালো মতই চেনেন ফেরান্দো। বৃহস্পতিবার যুবভারতীতে ডুরান্ড কাপের শেষ চারের লড়াইতে নামার আগে এটাও যে একটা বাড়তি অ্যাডভান্টেজ সবুজ মেরুনের জন্য।

Tags: Durand Cup 2023, Mohun Bagan, Semifinal

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here