এবার উত্তরবঙ্গে উদ্ধার ৫লক্ষ টাকার ২০০০ এর জালনোট

এবার উত্তরবঙ্গে উদ্ধার ৫লক্ষ টাকার ২০০০ এর জালনোট

ওয়েব ডেস্কঃ ১লা এপ্রিল- শুক্রবার  ২ হাজার টাকার নোটে মোট ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু্’জনকে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ধুলিয়ানের ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। ধৃতদের একজনের বাড়ি বাংলাদেশে। অপরজন মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা।

এদিন ফেরিঘাটে নৌকা ভিড়তেই হাতেনাতে ধরা হয় বাবু শেখ ও সেলিম শেখ নামে দুই যুবককে। উদ্ধার হয় মোট ২৫০ টি জাল ২০০০ টাকার নোট। পুলিশের অনুমান, ওই জালনোটগুলি বাংলাদেশেই তৈরি করা হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানান, ভারতের জালনোট পাচারে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় বোঝাই যাচ্ছে পদ্মাপাড়েও এদেশের নোট জাল করা হচ্ছে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here