Home খেলাধুলো এশিয়ান গেমসে সুনীলরা সহজ গ্রুপে

এশিয়ান গেমসে সুনীলরা সহজ গ্রুপে

এশিয়ান গেমসে সুনীলরা সহজ গ্রুপে

[ad_1]

দিল্লি: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবরটা এসেছিল বুধবার রাতেই। আজ বৃহস্পতিবার ঠিক হয়ে গেল এশিয়ান গেমসে ভারতের প্রতিপক্ষ কারা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ারে তাদের বিরুদ্ধে খেলতে হবে সুনীল
ছেত্রীদের সেটাও নির্ধারিত হয়ে গেল। ২০২৩ সালের এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’-তে আছে ভারতীয় পুরুষ ফুটবল দল। সঙ্গে আছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। সাম্প্রতিক সিনিয়র ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ভারতের আগে একমাত্র চিন আছে।

তবে চিন যে অনেকটা এগিয়ে, তা নয়। চিন আছে ৮০ নম্বরে। ভারত আছে ৯৯ নম্বরে। ২০১৮ সালে শেষ বার চিনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। তখন কোচ ছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন। চিনের মাটিতে সেদিন পাল্লা দিয়ে লড়েছিল সুনীল, প্রীতম, শুভাশিসরা। বাংলাদেশ আছে ১৮৯ নম্বরে। মায়ানমার আছে ১৬০ নম্বরে। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় শক্তিশালী দল হল ভারত।

#19ᴛʜᴀꜱɪᴀɴɢᴀᴍᴇꜱ Draw Results 🔥💪🏽

ᴍᴇɴ’ꜱ ɢʀᴏᴜᴘ ᴀ
China PR
Bangladesh
Myanmar
India

ᴡᴏᴍᴇɴ’ꜱ ɢʀᴏᴜᴘ ʙ
Chinese Taipei
Thailand
India #IndianFootball ⚽️ pic.twitter.com/HmVa1Q98zV

— Indian Football Team (@IndianFootball) July 27, 2023

Tags: Asian Games, Indian Football



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here