Home খেলাধুলো এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতের ব্যাটিং অর্ডার, আভাস মিলল অনুশীলনে India vs Pakistan Asia Cup 2023 Probable Batting Order of Indian Team in IND vs PAK match in Asia Cup Opener sup

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতের ব্যাটিং অর্ডার, আভাস মিলল অনুশীলনে India vs Pakistan Asia Cup 2023 Probable Batting Order of Indian Team in IND vs PAK match in Asia Cup Opener sup

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতের ব্যাটিং অর্ডার, আভাস মিলল অনুশীলনে India vs Pakistan Asia Cup 2023 Probable Batting Order of Indian Team in IND vs PAK match in Asia Cup Opener sup

[ad_1]

বেঙ্গালুরু: ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। বর্তমানে এশিয় সেরা হওয়াকে পাখির চোখ করে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ভারতীয় দলে চোট সারিয়ে ফিরেছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। সঙ্গে দলে রয়েছেন সূর্যকুমার যাদব ও ইশান কিশানও। ফলে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার কি হবে তা নিয়ে জল্পনা রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তবে শনিবার ভারতীয় দলের অনুশীলন থেকে আভাস পাওয়া গেল কেমন হতে পারে টপ অর্ডার। কিন্তু পাঁচ নম্বর জায়গা ও উইকেট কিপার-ব্যাটারের জায়াগা নিয়ে জল্পনা থেকেই গিয়েছে।

ভারতীয় দলের অনুশীলনে এদিন জুটিতে ব্যাট করেন তারকারা। সেখানে রোহিত শর্মার সঙ্গে ব্যাট করেন শুভমান গিল। ফলে রোহিত-গিল জুটি যে ওপেনিংয়ে শুরু করতে চলেছেন সেই বিষয়টা একপ্রকার পাকা। সাম্প্রতিক সময়ে সাফল্যও পেয়েছে এই জুটি। এরপর দেখা যায় বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারকে ব্যাট করতে। ফলে তিন ও চার নম্বরে এই দুই ব্যাটারকে দেখা যেতে পারে। বিরাট কোহলি ৩ ও শ্রেয়স আইয়ার চারের এটা প্রাথমিকভাবে ধরে নেওয়া যায়।

এরপরের জায়গা নিয়ে রয়েছে একটু সমস্যা। নেটে কেএল রাহুলকে সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেলেও রান নেন তিনি। কারণ অজিত আগরকর নিজেই জানিয়েছিলেন রাহুলের সামান্য নিগল রয়েছে। ফলে প্রথম একটি বা দুটি ম্যাচ তাকে নাও পাওয়া যেতে পারে। আর রাহুলকে ভাবা হচ্ছে উইকেটকিপার-ব্যাটার হিসেবে। ফলে রাহুল না খেলতে পারলে সেই জায়গায় দলে আসবেন ইশান কিশান। আর ইশান খেললে ব্যাটিং অর্ডার পরিবর্তন হলেও হতে পারে। কারণ এত নাীচে ব্যাটিং করেন না ইশান। রাহুল না খেললে যদি ইশানকে ওপেনিং নিয়ে আসা হয় তাহলে গিলকে প্রথম ডাউন আসতে হবে। তারপর কোহলি, শ্রেয়সদের একধাপ করে নেমে যেতে হবে।

আরও পড়ুনঃ India vs Pakistan: ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করল পাকিস্তান, ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জয় চিরপ্রতিদ্বন্দ্বি দেশের

এদিকে শ্রেয়সের ব্যাকআপ হিসেবে তৈরি করে রাখা হচ্ছে সূর্যকুমার যাদবকে। যদিও প্রথম একাদশে সূর্যকুমার যাদবের আসার সম্ভাবনা খুব কম। এরপর নীচের দিকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষক প্যাটেলরা রয়েছেন। ফলে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে সবথেকে বড় প্রশ্ন হল কেএল রাহুল খেলতে পারবেন কিনা। এছাড়া তৈরি টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার।

Tags: Asia Cup, Asia Cup 2023, IND vs PAK, India Vs pakistan, Indian Team

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here