Home ব্লগবাজি ওরা ~ জ্যোতির্ময় রায়

ওরা ~ জ্যোতির্ময় রায়

ওরা    ~     জ্যোতির্ময় রায়
ওরা
*****************

##
ওরা বরের বাপ ,সমাজে ওদের বুক উঁচু ,মাথা উঁচু ,
ছেলে হোক মিস্ত্রি ,দর্জি কিংবা চাকরান্দার বা বেকার ,
ঘর সাজিয়ে দিতেই হবে ,এখন যা যুগ ,বাইক অবশ্যই দরকার ।।
ওদের ডিমান্ড এক লাখ হ্যান্ড ক্যাশ চাই ,ব্যবসা করবে ছেলে ,
"এই তো এসএসসি দিয়েছে ,ঘুষটা দিলেই চাকরি ,এই পেল বলে ।।"
মেয়েতো শ্যামবর্ণ ,একটু ফর্সা চাই ,সুন্দরী ও কাজের ,
মেয়েকে সাজিয়ে দিতেই হবে ছোট্ট আবদার তাদের ।।

##
বিয়ের পর বাকি থাকে যদি অল্প কিছু টাকা
"এ তো কুলক্ষ্মী ,অপয়া বউ ,যায় নারে রাখা "
"কাজের লোক ছাড়িয়ে দাও ,ওই কাজ করবে আজ থেকে "
বরের মায়ের আবার বড় গলা ,"আমার ছেলের মতো ছেলে কি এমনি পাবে ?"
মাঝে মাঝে মদ খেয়ে বর করবে মাতলামি ,
সেদিন পিঠের দাগ নিয়ে রুটিও ভাজবে বউ রানী ।।
ওরা কনের বাপ ,অনেক দিয়েও দেয়নি কিছু .... ।।

জ্যোতির্ময় রায় ~ 25/06/2017


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here