Home ব্লগবাজি কন্যাভ্রূণ : বৈশাখী চ্যাটার্জী

কন্যাভ্রূণ : বৈশাখী চ্যাটার্জী

কন্যাভ্রূণ : বৈশাখী চ্যাটার্জী
কন্যাভ্রূণ :----

মা গো আমি তোমার জঠরে
একটি কন্যাভ্রূণ -
সুপ্ত ঘুমন্ত কিন্তু আমি জীবন্ত বেঁচে থাকা ।
তুমি কি জেনেছ আমার সম্ভাবনার কথা --
মা গো তুমি কি আমাকে জন্ম নেবার
অধিকার দিতে পার -
পৃথিবীর ওই আলো বাতাসেতে আমি কি খেলব ?
মা তোমার কোলেতে তোমার আদরে
আমি কি হব বড় ?-
তুমি কি আমাকে জন্ম নেবার অধিকার দিতে পার --
তোমার রক্তে তোমার শিরায় আমার
 নিঃশ্বাস আনাগোনা,
আমি অনুভূতিময় সম্ভাবনায়
একটি সুপ্ত আলো --
মা হয়ে কি তুমি নিভিয়ে দেবে গো,
করবে জঠর কালো  ?
বংশরক্ষা নাইবা হলাম প্রদীপ জ্বালাবো নারী ,
হয়ত দেখবে নিজের জঠরে বিশ্ব ধরতে পারি -
দেখনাগো মা কেমন ঘুমিয়ে একটি ছোট্ট প্রাণ ,
সে যে ধুকপুক বুকে নিঃশ্বাস নেয় মা --
মা গো সে কি শিহরণ দেয়না ?
সে কি তোমার নিজের আত্মজ হয় না ?
তাকে খুন করে বিশ্বে কি করে নিন্দিত কর মা ডাক ---
কন্যা ভ্রূণের কণ্ঠে কি গো মা
ওই ডাক বড় অভিশাপ ?
অভিশাপ গোটা নারীত্ব জুড়ে নারীর রক্তে বিষ ,
নারী না থাকলে জঠর হবে না জ্বলবেনা কোন আলো -
নারী না থাকলে এ বিশ্বধরা অভিশাপময় কালো ॥
                                         বৈশাখী চ্যাটার্জী:২৬/০৩/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here