Home আপডেট ‘কমলনাথের জাঁতাকলে পিষ্ট কংগ্রেস’, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

‘কমলনাথের জাঁতাকলে পিষ্ট কংগ্রেস’, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

‘কমলনাথের জাঁতাকলে পিষ্ট কংগ্রেস’, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

[ad_1]

শিবরাজ সিং চৌহান, কমল নাথ। প্রতীকী ছবি

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীপাবলির দিন সাগরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ দিন তিনি জনসাধারণকে দীপাবলির শুভেচ্ছা জানান। পাশাপাশি জোরালো আক্রমণ করেন বিরোধী দল কংগ্রসকে।

এ দিন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাগরের খুরাই বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তৃতা করেন। বলেন, ‘এখন আমরা মধ্যপ্রদেশ জুড়ে প্রতি ২৫-৩০ গ্রামে একটি করে মুখ্যমন্ত্রী রাইজ স্কুল তৈরি করব। পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলে নিয়ে আসা এবং স্কুল ছুটির পর বাড়ি পৌঁছে দেওয়া হবে। ল্যাব, লাইব্রেরি, স্মার্ট ক্লাস এবং বাস পরিষেবাও থাকবে। এই সবই পাওয়া যাবে বিনামূল্যে।’

মুখ্যমন্ত্রী শিবরাজ বলেন, ‘কংগ্রেস কখনোই উন্নয়ন করতে পারে না, উন্নয়ন শুধু বিজেপি করেছে এবং উন্নয়নের এই মহাযজ্ঞ চলবে। আমার কৃষক ভাইয়েরা জেনে নিন, আমরা গম কিনব ২,৭০০ টাকা এবং ধান প্রতি কুইন্টাল ৩,১০০ টাকায়। কংগ্রেস ঋণ মকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে।’

একইসঙ্গে তিনি কংগ্রেস নেতা কমলনাথকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘কংগ্রেস ও কমলনাথ অহংকারী। লোকে বলে যে তাদের জাঁতাকলে খুব সূক্ষ্মভাবে পিষে ফেলে। কিন্তু কমলনাথ নিজের কলে কংগ্রেসকেই পিষে ফেলেছেন।’

कांग्रेस और कमलनाथ जी अहंकारी हैं….
वो कहते हैं कि उनकी चक्‍की बहुत बारीक पीसती है…
लेकिन कमलनाथ जी ने तो कांग्रेस को ही अपनी चक्‍की में पीस दिया।

– माननीय मुख्‍यमंत्री श्री @ChouhanShivraj जी pic.twitter.com/jPsDNOoNs0

— Office of Shivraj (@OfficeofSSC) November 12, 2023

প্রসঙ্গত, শনিবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে শাসক দল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ইস্তেহার প্রকাশ করে বলেন, “আমাদের মন্ত্র হল সংস্কার, সম্পাদন এবং রূপান্তর”।

আরও পড়ুন: গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে ‘কেজি থেকে পিজি’ শিক্ষা, মধ্যপ্রদেশ নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি বিজেপি-র



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here