Home ব্লগবাজি করাল সময় ~ সুচেতনা সেন

করাল সময় ~ সুচেতনা সেন

করাল সময় ~ সুচেতনা সেন
করাল সময় ~


একটা করাল সময়ের আবহ
আমায় তাড়া করে ; তখন আমার অন্তিম লগ্ন
চেতনারা বই খাতা ঘুম বাঁশি বেড়ানো ফেলে
কার্য উদ্ধারের তাড়ায় ঘুমহীন ;
পুরানো বটের গোড়ায় আদিম উইপোকার বাসা -
আমার সমস্ত অস্তিত্ব নির্লিপ্ত
সময়ের এই নিদারুণ খেলা আমার সাথে অনিবার -
বারবার ; স্নান সেরে প্রতিজ্ঞা নিয়ে উঠে দাঁড়াই
ঘাটে নিদারুণ শেওলা -পিছল পথ
এমনটাই হয় আমার সাথে -
তবু মনে দৃঢ় চেয়ে থাকা :এটা হবেই ;
আমিই পারি সূর্য আনতে
ভয় লাঞ্ছনা উপহাসের শত শত পাহাড় সামনে
আনাবিল অন্ধকার উঁচু নিচু পাহাড়ী রাস্তা
আর আমার টলমল পা - পা ফেলার দৃঢ় ইচ্ছা -
রক্ত স্নায়ুতে বিষের যন্ত্রণা ;
সেই অনন্ত অন্ধকারের যোনির ভিতর
দুচোখে কোনো আলো নাই আমার‌
টলমল পায়ে পড়ছি উঠছি  -সময়ের হাতে বাঁধা
পুতুলের মতো -থামছি না ,ইচ্ছাশক্তি আমায় পাগল
করে রেখেছে -আমার স্নায়ু মজ্জাতে অদম্য ; কিছুপরে
আগত এক ছোট বিন্দু থেকে
সূর্যরশ্মি -অন্ধকারকে কোনো পরোয়া করছে না
বিন্দুটা বাড়তে বাড়তে প্রকান্ড এক সূর্য ;
ভয় লাঞ্ছনা উপহাসের পাহাড়গুলো একে একে
গুঁড়িয়ে যাচ্ছে -বুড়ো বটের গোড়া থেকে উই পোকাগুলো তাদের বাসা সরিয়ে নিচ্ছে ;
আমি স্নান সেরে উঠেছি -পিছল পথ ;
রক্ত স্নায়ুতে তখন নিদারুণ বিষের যন্ত্রণা ...
                                 সুচেতনা সেন:17/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here