Home খেলাধুলো কলকাতা লিগে আবার আটকাল ইস্টবেঙ্গল

কলকাতা লিগে আবার আটকাল ইস্টবেঙ্গল

কলকাতা লিগে আবার আটকাল ইস্টবেঙ্গল

[ad_1]

ইস্টবেঙ্গল -১
(দীপ)

বি এস এস – ১
(ভবানী)

নৈহাটি: কলকাতা লিগে আজ ইস্টবেঙ্গল হ্যাটট্রিক করতে পারে কিনা সেটাই ছিল দেখার। ড্র দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসী ছিল ইস্টবেঙ্গল। খিদিরপুর এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অনেক উন্নতি করেছিল ইস্টবেঙ্গল। এবার বিএসএসকে হারিয়ে তৃতীয় জয়টি তুলে নিতে চেয়েছিল বিনো জর্জের ছেলেরা। নৈহাটি স্টেডিয়ামে সপ্তাহের প্রথম দিনে সমর্থকরা হাজির ছিলেন প্রিয় দলের খেলা দেখার জন্য।

প্রতিপক্ষ বিএসএস ছিল লাস্ট বয়। কিন্তু আজ শুরু থেকেই কেমন যেন ছন্নছাড়া মনে হচ্ছিল ইস্টবেঙ্গলকে। সেই বোঝাপড়ার অভাব ছিল। বিএসএসের ফুটবলারকে ধাক্কা মারায় লাল কার্ড দেখলেন তুহিন দাস। তাঁকে লাল কার্ড দেখালেন প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। ১০ জনে হয়ে গেল লাল-হলুদ। তখন সবে ম্যাচের ১৫ মিনিট। ৩৫ মিনিট- সুযোগ তৈরি করে ফেলল ইস্টবেঙ্গল।

গোল করতে পারবে? দুর্দান্ত সেভ করলেন মৃন্ময় তাঁতি। অসাধারণ সেভ। প্রথমার্ধে চার মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। তাতেও গোল হল না। ঝমঝমিয়ে বৃষ্টি নামে নৈহাটিতে। তবে দ্বতীয়ার্ধের খেলা শুরু হতেই ঝলমলে আকাশ। রোদের আলোয় ঝলমল করছিল নৈহাটি স্টেডিয়াম। তবে যত সময় যাচ্ছিল পাল্লা দিয়ে টেনশন বাড়ছিল লাল হলুদ সমর্থকদের।

Not everything was dull on a rainy day. It was a tough match,playing with 10 men on a wet pitch, but, we saw Dip Saha scaling up-demonstrating how very different he is from the technically substandard players who were scouted & repeatedly supported by Bino for & at East Bengal II pic.twitter.com/3i5zBmp25E

— EAST BENGAL News Analysis (@QEBNA) July 24, 2023

Tags: East Bengal



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here