Home আপডেট কাশ্মীরে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, ছিলেন তিনজন, শুরু উদ্ধারকাজ

কাশ্মীরে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, ছিলেন তিনজন, শুরু উদ্ধারকাজ

কাশ্মীরে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, ছিলেন তিনজন, শুরু উদ্ধারকাজ

[ad_1]

জম্মু: জম্মু ও কাশ্মীরে ভেঙে পড়ল সেনার একটি হেলিকপ্টার৷ কপ্টারে ছিলেন তিনজন৷ এইইচএল ধ্রুব হেলিকপ্টারটি এ দিন ভেঙে পড়ে কিস্তওয়ার জেলার একটি জঙ্গলে৷ সেখানে তিনজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে৷ ভারতীয় সেনার পক্ষ থেকে এই খবরের নিশ্চয়তা দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে৷

ইতিমধ্যে ওই কপ্টারের পাইলট ও কো-পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ পাহাড়ি এলাকা মারওয়ার জঙ্গলে এই ঘটনা ঘটে৷ আগেই সেনার তরফ থেকে বলা হয়েছিল কপ্টারে তিনজন রয়েছেন৷ মারুসুদার নদীর কাছে এই হেলকপ্টারের ভগ্নাংশ উদ্ধার করা হয়েছে৷ মারওয়াহ-দচ্চন নদীতে কিস্তওয়ার জেলা থেকে ভাঙা কপ্টার ভেসে এসেছে বলে খবর৷

আরও পড়ুন: ২০ ঘণ্টা পর বিধায়ককে নিয়ে বাড়ি থেকে বেরোল ইডি! গন্তব্য কোথায়? তোলপাড় বাংলা

আরও পড়ুন:‘তুমি এলে…’, অপেক্ষা শেষে অভিষেকের সঙ্গে দেখা, ১২৭ বছরের বৃদ্ধা যা করলেন, অবাক সকলে!

মাসখানেক আগে অরুণাচল প্রদেশের সেনা অ্যাভিয়েশন কপ্টার ভেঙে পড়ে৷ অরুণাচলের বমডিলার কাছে এই ঘটনা ঘটে৷ গত ১৬ মার্চ এটিসি থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ ঘটনায় লেফ্টেন্যান্ট কর্নেল বিনয় বানু রেড্ডি ও মেজর জয়ন্ত প্রয়াত হন৷ সেই ঘটনায় আদালত আলাদা করে তদন্তের নির্দেশ দেন৷ মুম্বইয়ের একটি ঘটনার পর ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এএলএইচ ধ্রুব পরিচালনা বন্ধ রাখা হয়৷ তার পর গতকালই এই হেলিকপ্টারের পরিচালনার কাজ শুরু হয়৷

Tags: Indian Army

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here