Home আপডেট কী ভাবে OMR শিটের বরাত পেল কালীঘাটের সংস্থা, জানতে একাধিক জায়গায় তল্লাশিতে CBI

কী ভাবে OMR শিটের বরাত পেল কালীঘাটের সংস্থা, জানতে একাধিক জায়গায় তল্লাশিতে CBI

কী ভাবে OMR শিটের বরাত পেল কালীঘাটের সংস্থা, জানতে একাধিক জায়গায় তল্লাশিতে CBI

[ad_1]

আদালতের ভর্ৎসনার মুখে পড়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় হল সিবিআই। মঙ্গলবার হাওড়ার দাসনগরের বেশ কয়েকটি ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করেছে তারা। প্রাথমিকে OMR শিট সরবরাহের দায়িত্বে থাকা এ বসুরায় অ্যান্ড কোম্পানির অন্যতম অংশীদার কৌশিক মাজির বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কালীঘাটের সংস্থা এ বসুরায় অ্যান্ড কোম্পানির। সেই সংস্থার অন্যতম অংশীদার এই কৌশিক মাজি। কী ভাবে এই সংস্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছ থেকে ওএমআর শিট সরবরাহের বরাত পেয়েছিল তা জানতে চান তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যের সঙ্গে কতবার কোথায় কোথায় বৈঠক হয়েছিল সেব্যাপারেও সংস্থার কর্তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছে সিবিআই। এব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই মঙ্গলবার হাওড়ার দাসনগরে তল্লাশি চলবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

গত সপ্তাহে পর পর তিন দিন কলকাতা হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। তদন্তকারীদের দফায় দফায় ভর্ৎসনা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী ‘এই মামলার তদন্তভার উলুবেড়িয়া থানাকে দিলে ভালো হত’ বলে আদালতে মন্তব্য করেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় যেখানে শেষ করেছিলেন সোমবার সেখান থেকে শুরু করেন বিচারপতি অমৃতা সিনহা। ফারাক শুধু সিবিআইয়ের বদলে ইডি। সোমবার ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আদালতে ডেকে প্রায় ১ ঘণ্টা ধরে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি। এমনকী প্রশ্ন করেন, আপনাদের তো অন্য মতলব আছে বলে মনে হচ্ছে। সেই শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন নিয়োগ দুর্নীতির তদন্তে CBI এর SITর প্রধান অশ্বিন শেনভিও। আদালতের চাপেই তদন্তকারী সংস্থা ফের তৎপরতা বাড়াতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here