Home খেলাধুলো কেন সচিন ক্রিকেটের ভগবান, এই ভিডিও তার প্রমাণ! দেখে চোখে জল আসবে

কেন সচিন ক্রিকেটের ভগবান, এই ভিডিও তার প্রমাণ! দেখে চোখে জল আসবে

কেন সচিন ক্রিকেটের ভগবান, এই ভিডিও তার প্রমাণ! দেখে চোখে জল আসবে

[ad_1]

মুম্বই: ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরকে কেন ক্রিকেটের ঈশ্বর বলা হয় তা এই একটি ভিডিও প্রমাণ করে দেবে।

সচিন তেন্ডুলকরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা খুব পছন্দ করছেন সেটি। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল।

এই বিশেষ অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, বিসিসিআই সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ আশিস শেলার পাশাপাশি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কর্মকর্তারা, সভাপতি অমল কালে, সচিব আজিঙ্কা নায়েকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ‘আমাদের সন্তানদের ভয়হীণ হয়ে বাঁচার অধিকার’…বিশ্বকাপের মধ্যে এ কী বললেন রোহিত

ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর মূর্তিটি উন্মোচন করতে বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছন। সেই সময় ভক্তদের ভিড় তাঁকে দেখতে জড়ো হয়েছিল।

সচিন যখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছন, তখন তাঁর জন্য এক বিশেষভাবে সক্ষম ভক্ত অপেক্ষা করছিলেন। সচিন তাঁর সাথে দেখা করেন। তিনি তাঁকে অটোগ্রাফ দেন।

সচিন তেন্ডুলকরের সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এই ভিডিওটি প্রমাণ করেছে কেন সচিন তেন্ডুলকর ক্রিকেটের ঈশ্বর বলা হয়।

ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের কাছে এমসিএ (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন) কিংবদন্তির মূর্তিটি স্থাপন করেছে। এই মূর্তিটি তাঁর জীবনের ৫০ বছরের স্বীকৃতি।

এই মূর্তিতে সচিন তেন্ডুলকরকে শট খেলার ভঙ্গিতে দেখানো হয়েছে। আহমেদনগরের চিত্রশিল্পী ভাস্কর প্রমোদ কাম্বলে এই মূর্তিটি তৈরি করেছেন।

আরও পড়ুন- IND vs SL: শুভমান গিল কেন ৭৭ নম্বর জার্সি পরেন? বিশ্বকাপের মাঝেই হল রহস্যভেদ

#WATCH | Cricket legend Sachin Tendulkar met and gave an autograph to a specially-abled fan, as he arrived at the Wankhede Stadium in Mumbai.

Tendulkar’s statue has been installed by MCA (Mumbai Cricket Association) near Sachin Tendulkar Stand here at the stadium and has been… pic.twitter.com/jOKruflSDv

— ANI (@ANI) November 1, 2023

Tags: ICC World Cup 2023, Sachin Tendulkar



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here