Home আপডেট কোন শর্ত মানলে শিক্ষাক্ষেত্রে রাজ্যের প্রাপ্য ১২০০ কোটি পাঠাবে কেন্দ্র

কোন শর্ত মানলে শিক্ষাক্ষেত্রে রাজ্যের প্রাপ্য ১২০০ কোটি পাঠাবে কেন্দ্র

কোন শর্ত মানলে শিক্ষাক্ষেত্রে রাজ্যের প্রাপ্য ১২০০ কোটি পাঠাবে কেন্দ্র

[ad_1]

আবাস যোজনা, ১০০ দিনের প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য সরকার। এবার লোকসভা নির্বাচনের আগে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ‘সমগ্র শিক্ষা অভিযানে’ বরাদ্দ ১ হাজার ২৭৩ কোটি টাকা আটকাতে পারে কেন্দ্র। শুধু বাংলা ক্ষেত্রে নয় অ-বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দিল্লি, পঞ্জাব, তামিলনাড়ু এবং কেরলে এই বরাদ্দ আটকানো হতে পারে বলেই সূত্রের খবর। এই নতুন অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: আবার নতুন বছরে আর্থিক বঞ্চনা কেন্দ্রের, স্বাস্থ্য মিশনে ১৩০০ কোটি দিল রাজ্য সরকার

জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা অভিযানে বাংলার জন্য ১,৭৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ৪৭২ কোটি টাকা পেয়েছে রাজ্য। কিন্তু, বাকি ১,২৭৩ কোটি টাকা আটকে রাখা হচ্ছে। সেক্ষেত্রে অভিযোগ, প্রধানমন্ত্রীর নামে প্রকল্প ‘পিএম শ্রী’ বা প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়ায় অনাগ্রহ দেখিয়েছে বাংলা সহ এই সমস্ত রাজ্যগুলি। এই সমস্ত রাজ্যে এই সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় আপাতত টাকা আটকে রাখা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন হলে তবেই বাকি টাকা মিলবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি ২০২০ সালের প্রস্তাব অনুযায়ী পিএমশ্রী প্রকল্পে গোটা দেশের ১৪,০০০ স্কুলকে মডেল স্কুল হিসেবে গড়ে তুলতে চায় কেন্দ্র। এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য ২৮ টি রাজ্যের ৬,৪৪৮ টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুলের সংখ্যা হল ৪ হাজার ৫২ টি এবং প্রাথমিক স্কুলের সংখ্যা ৮৬৩ টি। এই সমস্ত স্কুলগুলির উন্নয়নের লক্ষ্যে চলতি শিক্ষাবর্ষে ৪ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। কিন্তু, বাংলার পাশাপাশি এই সমস্ত রাজ্যগুলিও এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখায়নি বলেই অভিযোগ উঠেছে। তাই এই প্রকল্পের বাকি টাকা আটকে রাখছে কেন্দ্র।

যদিও এই প্রকল্পে আগ্রহী না হওয়ায় কেন টাকা আটকে রাখার পরিকল্পনা করা হচ্ছে সে বিষয়ে অবশ্য কোনও উত্তর মেলেনি। তবে এনিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে অবিজেপি শাসিত রাজ্যগুলির উপরে চাপ বাড়াতে চাইছে কেন্দ্র। উল্লেখ্য, তামিলনাড়ুতে ১,০৪৫ কোটি টাকা, পাঞ্জাবে ৩৭০ কোটি টাকা, কেরলে ১৬৮ কোটি টাকা এবং দিল্লিতে ১৯০ কোটি টাকা আটকানো হবে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আরও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন ১০০ দিনের কর্মীদের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। সেই টাকা রাজ্য সরকার মেটাবে। সেই প্রতিশ্রুতি মতোই ১০০ দিনের শ্রমিকদের টাকা মিটিয়েছে বাংলা সরকার।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here