Home খেলাধুলো কোহলি ও ভারতীয় দলকে হুঁশিয়ারী! শাদাব খানের মন্তব্যে আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তেজনা India vs Pakistan Asia Cup 2023 Shadab Khan warns Virat Kohli and Indian team ahead IND vs PAK clash sup

কোহলি ও ভারতীয় দলকে হুঁশিয়ারী! শাদাব খানের মন্তব্যে আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তেজনা India vs Pakistan Asia Cup 2023 Shadab Khan warns Virat Kohli and Indian team ahead IND vs PAK clash sup

কোহলি ও ভারতীয় দলকে হুঁশিয়ারী! শাদাব খানের মন্তব্যে আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তেজনা India vs Pakistan Asia Cup 2023 Shadab Khan warns Virat Kohli and Indian team ahead IND vs PAK clash sup

[ad_1]

আগামি ২ সেপ্টেম্বর এশিয়া কাপে মহারণ। আরও একবার ২২ গজের যুদ্ধে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ। আর ভারত-পাক ম্যাচ মানেই খেলার আগে মাঠের বাইরের বাকযুদ্ধ। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ম্যাচে দিন বিরাট কোহলি তথা ভারতীয় দলকে একপ্রকার দেখে নেওয়ার হুঁশিয়ারী দিয়ে রাখলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান।

সম্প্রতি এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান। সেই দল ঘোষণার পর বিসিসিআইয়ের বর্তমান মুখ্য নির্বাচক অজিত আগরকারকে পাকিস্তানের পেস অ্যাটাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, ‘পাকিস্তানের পেসারদের সামলে নেবেন বিরাট কোহলি।’ অজিত আগরকরের এই মন্তব্যেই এবার পাল্টা দিলেন শাদাব খান।

এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলেছে পাকিস্তান। সেখানে আফগানদের হোয়াইট ওয়াশ করেছে বাবর আজমরা। সেই সিরিজ শেষে অজিত আগরকের মন্তব্য নিয়ে শাদাব খানকে জিজ্ঞেস করা হলে বিরাট কোহলি ও ভারতীয় দলের উদ্দেশ্যে তিনি পাল্টা বলেন, ‘বললে কিচ্ছু হয় না। ম্যাচের দিন দেখা যাবে কী হয়।’

শাদাব খান আরও বলেন, ‘এটা নির্ভর করে টুর্নামেন্টের নির্দিষ্ট দিনে কী হয় তার ওপর। এখন ভারত বা যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু সেগুলো শুধুই কথা। কারণ কেউ যাই বলুক না কেন তা আমাদের কর্মকান্ডকে প্রভাবিত করবে না। তাই প্রতিযোগিতাটি হলে কী হয় তাও আমরা দেখতে চাই।’

আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল! নিজের তৈরি স্কোয়াড ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে জয়ের হাসি হেসেছিল ভারত। পাকিস্তানের জয়ের গ্রাস মুখের সামনে থেকে একা হেতে কেড়ে নিয়েছিলেন বিরাট কোহলি। সেই ক্ষত এখনও দগদগে পাক ক্রিকেটারদের মনে। এবার সেই বদলা নেওয়াই লক্ষ্য বাবর আজম, শাহিন আফ্রিদিদের। তবে ম্যাচে আগে দুই দলের বাকযুদ্ধে উত্তাপ যে আরও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

Tags: Asia Cup 2023, IND vs PAK, India Vs pakistan, Indian Team, Virat Kohli

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here