Home খেলাধুলো খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি

খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি

খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি

[ad_1]

নয়াদিল্লি: বাংলাদেশের মাটিতে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে মোট ৩৪টি ম্যাচ খেলেছেন এম এস ধোনি। জিতেছেন ২৫টি ম্যাচ। তবে একবার তিনি বাংলাদেশী ক্রিকেটারদের যা বোকা বানিয়েছিলেন, শুনলে হা হয়ে যাবেন।

রাঁচিতে জন্ম ধোনির। তবে  পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রেলস্টেশনে টিকিট চেকারের চাকরি করতেন তিনি। সেখান থেকেই তাঁর স্বপ্নের উড়ান শুরু। সেই চাকুরে ধোনি হয়ে যান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন।

আরও পড়ুন- ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছতে পারে সেমিফাইনালে,অঙ্কের হিসেবনিকেশটা জাস্ট বুঝুন

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলা ভাষা জানেন, বোঝেন, এমনকী কিছুটা বলতেও পারেন। কারণ তিনি দীর্ঘদিন বাংলারই এক রেলস্টেশনে চাকরি করেছেন। তবে ধোনির বাংলা ভাষা জানার কথা জানতেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আর ধোনি তাই সুযোগ পেয়ে তাদের বোকা বানিয়ে দেন।

আরও পড়ুন- শ্রীলঙ্কা ম্যাচে ভারতীয় দলে মহাচমক! ২০১১-র স্মৃতি ফেরাতে তৈরি টিম ইন্ডিয়া

When MS Dhoni pranked Bangladeshi’s
pic.twitter.com/9IRDNsZpNn

— BALA (@rightarmleftist) October 30, 2023

Tags: ICC World Cup 2023, MS Dhoni



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here