Home ব্লগবাজি খোলা চিঠি-৩ ~ মৌসুমী রায়

খোলা চিঠি-৩ ~ মৌসুমী রায়

খোলা চিঠি-৩   ~   মৌসুমী রায়
খোলা চিঠি-৩
***************

প্রিয় দূরের মানুষ,
   মরে যাওয়াটা খুব সহজ জানিস..
কিন্তু মরে গেলে যতটুকু তোকে দেখতে পাই,আর পাবোনা, রেগে গিয়ে ঝগড়াও করতে
পারবোনা
তোর অবহেলা সহ্য করে পাগলের মত ভালোও বাসতে পারবোনা। তাও মরে যেতেই চাই।

 জানিস সেদিন হঠাৎ সন্ধ্যেবেলা তুমুল ঝড় শুরু হোলো, আমি তখন ভিক্টোরিয়া
মেমোরিয়ালের সামনে দিয়ে হাওড়া যাচ্ছিলাম। চারিদিক ধুলোয় অন্ধকার, আর আমি বন্ধ
গাড়ির ভিতর অঝোরে কেঁদে চলেছি। ড্রাইভার জিগাসা করলো "দিদি চোখে বালি পড়েছে জল
দিন "। আমি ভাবলাম ঠিক তুই আমার "চোখের বালি " বটে।

তোর আঙুল ছুঁয়ে হেঁটেছিলাম প্রথম এখানেই, এখানেই পেয়েছিলাম আমার বেঁচে থাকার
মানে।
মনে আছে তোকে বার বার দেখাচ্ছিলাম "বাচ্চু দেখ ঘন ধূসর মেঘের সাথে গাঢ় সবুজ
গাছের মেলবন্ধনটা কি সুন্দর "। তখন তোর সরল মুখ দেখে মনে হয়েছিলো তুই আমার
পৃথিবী। দমবন্ধ জীবনের দমকা ঝোড়ো হাওয়া।
 আজ সব অতীত,আমি ফিরে যেতে চাই। প্লিজ তোর "মোহমুক্ত "করে মুক্তি দে আমায়।

                                    তোর, হাস্নুহানা।

                                                 মৌসুমী রায়:19/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here