Home আপডেট ‘‌গুলি করেছে সাহাবুদ্দিন’, দাবি জয়নগর খুনে ধৃত দুষ্কৃতীর, শাহরুলের ১০ দিন পুলিশ হেফাজত

‘‌গুলি করেছে সাহাবুদ্দিন’, দাবি জয়নগর খুনে ধৃত দুষ্কৃতীর, শাহরুলের ১০ দিন পুলিশ হেফাজত

‘‌গুলি করেছে সাহাবুদ্দিন’, দাবি জয়নগর খুনে ধৃত দুষ্কৃতীর, শাহরুলের ১০ দিন পুলিশ হেফাজত

[ad_1]

জয়নগরে তৃণমূল কংগ্রেস নেতা হত্যাকাণ্ডে সে গুলি চালায়নি। মঙ্গলবার বারুইপুর আদালত থেকে বেরিয়ে এই দাবিই করল ধৃত শাহরুল শেখ। জয়নগরে তৃণমূল কংগ্রেস নেতা সইফুদ্দিন লস্করকে খুন করার অভিযোগে সোমবার শাহরুলকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর আদালত থেকে বেরিয়ে শাহরুল জানান, খুনের নির্দেশ দেয় নাসির। গুলি করেছিল সাহাবুদ্দিন। কে এই নাসির?‌ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। জয়নগরে তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় ধৃত শাহরুল শেখের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। শাহরুলের শরীর ঠিক আছে কিনা জানতে চান বিচারক।

এদিকে জয়নগর খুনের সিসিটিভি ফুটেজ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। ভোরের নির্জন রাস্তায় জয়নগরের নিহত তৃণমূল কংগ্রেস নেতার পিছনে দুটি মোটরবাইক নিয়ে অনুসরণ করা হয়। ওই নেতাকে অনুসরণ করে পাঁচজন আততায়ী। তারপরেই চলে গুলি। খুনের ঠিক আগের মুহূর্তের সিসি ক্যামেরার ছবি প্রকাশ্যে এসেছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খুনের পর থেকে থমথমে জয়নগর। খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনের আগে রেইকি করে ভাড়াটে খুনিরা বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে ধৃত শাহরুলকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। আদালত সেটা দেয়নি। তবে শাহরুলকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ২৪ নভেম্বর শাহরুলকে আবার আদালতে হাজির করা হবে। বারুইপুর আদালত অবশ্য সঠিক সময়ে অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা করার নির্দেশও দিয়েছে। এমনকী লকআপে তার উপর যেন কোনও অত্যাচার না হয়, সেই নির্দেশও দিয়েছেন বিচারক। এখন আবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:‌ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা সাংসদ দেবের, পৃথক ২০ মিনিট আলোচনায় শুরু হয়েছে গুঞ্জন

আর কী জানা যাচ্ছে?‌ আজ, মঙ্গলবার শাহরুলকে বারুইপুর আদালতে হাজির করা হয়। সেখানে দীর্ঘ সওয়াল–জবাব পর্ব মিটিয়ে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত থেকে এদিন বের হওয়ার পর শাহরুল সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, ‘নাসির খুন করার অর্ডার দিয়েছিল।’ কে সেই নাসির? শাহরুল বলেন, ‘বড় ভাই।’ তবে কার বড় ভাই সেটা প্রকাশ করেনি ধৃত। শুধু বারবার দাবি করেছে, ‘আমি গুলি চালাইনি। চালিয়েছে সাহাবুদ্দিন’। তৃণমূল কংগ্রেস নেতা খুনের পর এই সাহাবুদ্দিনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here