Home আপডেট ঘূর্ণাবর্তের চক্রব্যূহে জলবন্দী ভারত, তুমুল দুর্যোগ কয়েক ঘন্টায়, তাপমাত্রা মাইনাসে ? রিস্কে দক্ষিণ

ঘূর্ণাবর্তের চক্রব্যূহে জলবন্দী ভারত, তুমুল দুর্যোগ কয়েক ঘন্টায়, তাপমাত্রা মাইনাসে ? রিস্কে দক্ষিণ

ঘূর্ণাবর্তের চক্রব্যূহে জলবন্দী ভারত, তুমুল দুর্যোগ কয়েক ঘন্টায়, তাপমাত্রা মাইনাসে ? রিস্কে দক্ষিণ

[ad_1]

জলবন্দী ১৪০ কোটির ভারত? সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। লাগাতার বৃষ্টিতে ভেসে যাবে গোটা দেশ?
বড় রিস্কে কেরল! বাংলার কপালেও ফাঁড়া? এক ঝটকায় ঢুকবে শীতল বায়ু? হুহু করে পারদ পতন?
হাতে এলো তারিখ-সময়, আইএমডি দিল বড় ওয়েদার আপডেট। একদিকে শীত ঢুকছে। তার মধ্যে তুমুল দুর্যোগ। টালমাটাল আবহাওয়া। কী ঘটছে? ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি দেশের কোন কোন জেলায়? ৮ নভেম্বরের মধ্যে বড় কিছু ঘটতে যাচ্ছে? আইএমডি বলছে, ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির দাপট চলবে।

অলরেডি কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের কোথায় কোথায় সঙ্গীন পরিস্থিতি? দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির দৌরাত্ম দেখা যাবে। তুমুল বৃষ্টিতে ভাসবে কেরল। কেরলের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। সেখানে ৪ টে জেলা রয়েছে ইয়েলো অ্যালার্টে, যেখানে বৃষ্টির দাপট চলবে। ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ওই জেলাগুলোতে। শুধু কেরল নয়, দক্ষিণ ভারতের আরও পাঁচ রাজ্যে বৃষ্টি হবে। লাক্ষাদ্বীপ, পুদুচেরিতেও তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা। কোথাও বেশি, কোথাও কম। টেনশন বাড়ছে দক্ষিণের রাজ্যগুলিতে। শীত ঢোকার মুখে হঠাৎ কেন এত বৃষ্টি? দক্ষিণ তামিলনাড়ুর কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মনে করা হচ্ছে এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী তিনদিনে এর গতিপথ স্পষ্ট হবে আরও।

এখনো শীত পৌঁছয়নি ভারতে। তবে শীতের একটা শিরশিরে ভাব এসেছে। কবে জাঁকিয়ে শীত ঢুকছে বাংলায়? আপডেট টা কি? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখন মনোরম আবহাওয়া। শেষ কয়েকদিন বৃষ্টির আশঙ্কা থাকলেও শহরে তেমন বেশি বৃষ্টি হয়নি। তবে জেলায়-জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। আর এবার আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেট বলছে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বাংলায়। কিন্তু, এক ঝটকাতেই অনেকটা শীতল বায়ু ঢুকবে। পুবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বেশি আসবে। আর তাতেই শীত জোরালো হবে বাংলায়। মোটের উপর গোটা দেশেই এবার নামবে তাপমাত্রা। এক ঝটকায় পারদ নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি।

সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
কুড়ি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। মাফলার, সোয়েটার বা শীতের পোশাক এখনি বের করতে হচ্ছে না। তার জন্য বেশ কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here