Home আপডেট ‘‌ঘৃণ্য চক্রান্তকারীদের মুখোশ অচিরেই খুলে যাবে’‌, কড়া বার্তা দিলেন মন্ত্রী মলয় ঘটক

‘‌ঘৃণ্য চক্রান্তকারীদের মুখোশ অচিরেই খুলে যাবে’‌, কড়া বার্তা দিলেন মন্ত্রী মলয় ঘটক

‘‌ঘৃণ্য চক্রান্তকারীদের মুখোশ অচিরেই খুলে যাবে’‌, কড়া বার্তা দিলেন মন্ত্রী মলয় ঘটক

[ad_1]

লোকসভা নির্বাচন এখন দুয়ারে। কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। তারপরই সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে জোরকদমে। যদিও কংগ্রেস, সিপিএম এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৪২টি লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। তাই যেসব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিরোধী দলগুলি সেসব কেন্দ্রে প্রচারও নেই। তৃণমূল কংগ্রেস জনগণের দরবারে প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে জেলায় জেলায় জনগর্জন সভা শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হঠাৎ তাল কাটল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে। তাঁকে উদ্দেশ্য করে নানা খবর চাউর হচ্ছে। আর তাই সেগুলি মিথ্যে এবং নোংরা রাজনীতির খেলা বলতেই আজ, বুধবার এমন পোস্ট করলেন মলয় ঘটক।

এদিকে কদিন ধরেই রাজ্য–রাজনীতিতে চাউর করে দেওয়া হয়েছিল, মলয় ঘটককে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইডি তলব করেছে। আর তাতে তিনি ভয় পেয়ে বিকল্প পথ খুঁজছেন। কয়লা পাচার মামলায় তাঁর নাম জড়িয়ে গিয়েছে। তাই এবার তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। যার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না। এমন সব কথা কিছু সংবাদমাধ্যম ও নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছে বলে দাবি মলয়বাবুর। কিন্তু এইসব তথ্য একেবারেই অসত্য বলে পাল্টা দাবি করেছেন রাজ্যের আইনমন্ত্রী।

অন্যদিকে মলয় ঘটককে নিয়ে আরও কিছু তথ্য ছড়িয়ে পড়েছে জেলায়। যা শুনে বিরক্ত মন্ত্রী। এসব আসলে ঘৃণ্য চক্রান্ত বলেও দাবি করেছেন মলয় ঘটক। আসল খবরটি হল—মলয় ঘটক বিজেপিতে যোগ দিতে চলেছেন। এই খবর জেলাজুড়ে চাউর হয়ে গিয়েছে। তাতে অনেকেই মলয়বাবুকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছেন। সেসব শুনেই বিড়ম্বনায় পড়েছেন মলয় ঘটক। আর তারপরই এই খবর মিথ্যা ও কাল্পনিক বলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি তিনি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। সব মিলিয়ে জোর চর্চা শুরু হয়েছে আসানসোলে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ আরও ১১ জনকে গ্রেফতার করল এনআইএ, রামনবমীর হিংসার ঘটনায় বড় পদক্ষেপ

ঠিক কী লিখেছেন মন্ত্রী?‌ এই ঘটনা নিয়ে যখন তাঁকে বিস্তর কথা শুনতে হয়েছে তখন তিনি নিজের এক্স হ্যান্ডেলে কড়া জবাব দিয়েছেন। মলয় ঘটক লেখেন, ‘‌আজ সকাল থেকে কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে। আমি তাদের আইনি নোটিশ দিয়েছি এবং মামলাও করবো। যাঁরা এই ঘৃণ্য চক্রান্তের পিছনে আছেন তাঁদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কৰ্ম্মী ছিলাম, আছি ও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা–মাটি–মানুষ জিন্দাবাদ।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here