Home খেলাধুলো চন্দ্রযান নিয়ে গর্বিত ভারতীয় সচিন! বিজ্ঞানীদের কৃতজ্ঞতা

চন্দ্রযান নিয়ে গর্বিত ভারতীয় সচিন! বিজ্ঞানীদের কৃতজ্ঞতা

চন্দ্রযান নিয়ে গর্বিত ভারতীয় সচিন! বিজ্ঞানীদের কৃতজ্ঞতা

[ad_1]

মুম্বই: সচিন তেন্ডুলকর দেশভক্ত সেটা যেমন প্রমাণ করতেন ক্রিকেট মাঠে, তেমনই দেশের বিভিন্ন সাফল্যের ক্ষেত্রেও অবসর নেওয়ার পর তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থাকে না এমনটা কম হয়। আজ ভারতবর্ষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে চন্দ্রযান ৩ কে নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যখন গর্বিত, তখন সচিন কি করে চুপ করে থাকতে পারেন? করে দিলেন একটি টুইট।

সচিন টুইট করে লিখেছেন, ইসরোর পে লোডে ১৪০ কোটি দেশবাসী স্বপ্ন, গর্ব এবং বিশ্বাস রয়েছে। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ আমাদের সবার হৃদয়কে গর্বে ভরিয়ে দিয়েছে। সব বিজ্ঞানীদের তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই। দেশবাসীর জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জয় হিন্দ।

ISRO’s payloads carry the dreams, pride and belief of 1.4 billion Indians. Chandrayaan-3 launch swells all our hearts with pride. Congratulations to all our scientists for their untiring efforts. Memorable day for all Indians. Jai Hind! 🇮🇳🚀#Chandrayaan3 pic.twitter.com/VAwTWXAn9y

— Sachin Tendulkar (@sachin_rt) July 14, 2023

Tags: Chandrayaan3, Sachin Tendulkar



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here