Home ব্লগবাজি চশমা ~ সুচেতনা সেন

চশমা ~ সুচেতনা সেন

চশমা    ~   সুচেতনা সেন
চশমা
***************************


চোখ চেয়েছে চশমা । দামী ।
তবু খুব দামী না ।
এখন আকাশ যেন -
কত রাস্তা আঁচরে এঁকে চলে -
সেই পথে একলা চলতে হয় ;
ছূঁয়েছে নীরব শ্বাস বিশ্বাস অবিশ্বাসের ।
প্রতিদিন  প্রতিজ্ঞা ভাঙে গড়ে ।
কত ঢেউ জল ছুঁয়ে ছুঁয়ে জীবন গড়ায় ;
অনেকের ভিতরে মাথা সব একলা কথা কয়
মরার খুলির মতো নড়ে উঠে -নেচে উঠে অদ্ভুত ইশারায় ।
ক্যানভাসে কত রঙ -গোধূলির আলোর
মতো তরল । চশমাটা খসে গেলে -
আবছা ঝাপসা কিছু ।একই গল্প বলে ।
জীবনের । রঙ ও রঙহারাদের মাঝে ।
তবু মনে হয় নিজেকে এক এক বার -
ঘুমন্ত আগ্নেয়গিরি । জেগে উঠতে চাইছে ইশারায় ।

সব প্রস্তুত । শিরা মজ্জায় আগুন জ্বলে ওঠে ।
জীবনের যত জড়তা পোরাবার নেশায় - যত
বন্ধনের আকরিক পুরিয়ে আসল ধাতু ফিরে পেতে ।

      সুচেতনা সেন:10/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here