Home ব্লগবাজি চাঁদের আলোয় হাঁটা ~ অতনু দত্ত

চাঁদের আলোয় হাঁটা ~ অতনু দত্ত

চাঁদের আলোয় হাঁটা    ~    অতনু দত্ত
চাঁদের আলোয় হাঁটা


কতেক চিঠির ভাঁজে বাস করে বাসি হাহুতাশ
তার চে’ পুরনো বিষে মিঠের পরত দেওয়া ভাল।
শিথিল সময় জুড়ে নিলাজ অশ্রু ভেজা মাস
ঠিকানা হারিয়ে ফেলে ভালোবাসা কোথায় পালালো।

যতই সামলে রাখো দু পশলা এদিক সেদিক
হবেই, নচেৎ নাকি প্রলয়ের সেটাই আভাস।
গোপন জড়ুল খোঁজা, বোঝাবে যে কোনটা বেঠিক
কখনো স্পর্শ মাখা মাঝরাত বড়ই উদাস।

এমন হওয়ার কথা বলে গেছে কোন সে মোহিনী
ফেলেছে মোহন জাল, ইনিয়ে বিনিয়ে জটিলতা।
ঈশান নৈঋত কোণে কালবোশেখির আনাকানি
ঝড় থেমে গেলে থাকে জলে ধোয়া কিছু ছেঁদো কথা।

থামতে গেলেও দোষ, অভ্যাসে বাঁচে পথচলা
নজরে অনন্ত পাপ, নজরই তো ছুঁয়েছে নরম।
বেখেয়ালী আঁচলের মনোভাব যায় না তো বলা
প্রতীক্ষার শীতলতা কবে যেন হারিয়েছে ওম।

তার পর একদিন, তুমি আমি কলহ প্রবন
তার পর রাত বাড়ে, তার পর বাড়ে প্রতারনা।
সব ঘোড়া বুড়ো হলে পার হওয়া এলো মেলো বন
চাঁদের আলোয় হাঁটা, জানি খুব তাও তো পার না।

অতনু দত্ত : 23/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here