Home আপডেট চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার রানাঘাটের যুব TMC নেতা

চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার রানাঘাটের যুব TMC নেতা

চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার রানাঘাটের যুব TMC নেতা

[ad_1]

চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আরও ১ তৃণমূল নেতা। রানাঘাটের যুব তৃণমূল নেতা সৌভিক ঘোষ ওরফে গুড্ডুকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন পার্থ মাইতি নামে এক ব্যক্তি।

আরও পড়ুন: রাতে হয়েছিলেন আটক, সকাল হতেই গ্রেফতার বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি

অভিযোগকারী জানিয়েছেন, ২০২০ সালের ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার হোটর স্টেশনে তাঁর সঙ্গে কয়েকজন যুবকের পরিচয় হয়। নিজেদের রাজ্য সরকারি আধিকারিক বলে পরিচয় দেন তাঁরা। এর পর ওই যুবকের কাছে তাঁরা দাবি করেন, টাকার বিনিময়ে রাজ্য সরকারি গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করবেন তাঁরা।

চাকরির আশায় ওই যুবকদের দফায় দফায় ৯ লক্ষ টাকা দেন পার্থবাবু। ২ বছর পার করলেও নিয়োগ পাননি তিনি। প্রতারিত হয়েছেন বুঝে গত বছর ডায়মন্ড হারবার জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারণায় যুক্ত রয়েছেন রানাঘাটের তৃণমূল নেতা সৌভিক ঘোষ। রবিবার রাতে রানাঘাট লাগোয়া আইসতলা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ঘরে ঢুকে পরপর গুলি, খুন তৃণমূলের উপপ্রধান, অভিযোগের তির জমি ব্যবসায়ীর দিকে

রানাঘাটে যুব তৃণমূলের উঠতি নেতা হিসাবে পরিচিত সৌরভ। দামি গাড়ি নিয়ে ঘোরেন তিনি। গত পঞ্চায়েক নির্বাচনে জেলা পরিষদ আসনে তৃণমূলের হয়ে প্রার্থীও হয়েছিলেন।

চাকরির নামে প্রতারণার অভিযোগে আরও এক তৃণমূল নেতার গ্রেফতারিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির এক মুখপাত্র বলেন, তৃণমূল দলটা গোটাটাই দুর্নীতিগ্রস্ত। মানুষের টাকা মেরে এরা ফূর্তি করে বেড়ায়। ছোট খাটো নেতারাও এব্যাপারে সিদ্ধহস্ত। মানুষ সব বুঝে গেছে। লোকসভা ভোটটা শুধু আসতে দিন। পালটা তৃণমূলের দাবি, প্রশাসন নিরপেক্ষ বলেই গ্রেফতার হয়েছেন শাসকদলের নেতা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here