Home আপডেট ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষনেতা সহ ২৯ মাওবাদী নিহত

ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষনেতা সহ ২৯ মাওবাদী নিহত

ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষনেতা সহ ২৯ মাওবাদী নিহত

[ad_1]

মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংষর্ষে ২৯ জন মাওবাদী নিহত হয়েছে। যার মধ্যে প্রবীণ নেতা শঙ্কর রাও রয়েছে বলে বাহিনী সূত্রে জানা গিয়েছে। নিহত মাও নেতার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা ছিল। এই অভিযানে একে ৪৭ ও ইনসাস রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দলের অভিযানের সময় বিনাগুন্ডা গ্রামের নিকটবর্তী বনে বন্দুকযুদ্ধে তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। আহত তিনজনের মধ্যে দুজন বিএসএফের সদস্য। তাঁদের অবস্থা স্থিতিশীল। তবে তৃতীয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ক্রিটিক্যালে কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তিনজনকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। তারপর তাঁদের বড় হাসপাতালে পাঠানো হয়।
সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ লড়াই শুরু হয়। সেই সময় যৌথ ভাবে ডিআরজি-বিএসএফ মাওবাদী বিরোধী অভিযান পরিচালনা করছিল।

রাজ্যে মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০০৮ সালে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া মাওবাদীদের দমন করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকেও মোতায়েন করা হয়। লোকসভা নির্বাচনের আগে যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

গত মাসে এই জেলায় আরও একটি সংঘর্ষ হয়ে, যেখানে দুজন স্থানীয় বাসিন্দা – এক মাওবাদী এবং এক পুলিশ নিহত হয়ে। এই অভিযানে নিরাপত্তা বাহিনী একটি বন্দুক, কিছু বিস্ফোরক এবং অন্যান্য অপরাধমূলক সামগ্রী উদ্ধার করে।

গত বছরের নভেম্বরে, রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট হচ্ছিল, সেই সময় একই জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে একটি Ak-47 রাইফেল উদ্ধার করা হয়।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here