Home আপডেট ছাত্র–যুব উৎসব স্থগিত করার ফরমান জারি, বরাদ্দ করা অর্থও ফেরাতে নির্দেশ রাজ্যের

ছাত্র–যুব উৎসব স্থগিত করার ফরমান জারি, বরাদ্দ করা অর্থও ফেরাতে নির্দেশ রাজ্যের

ছাত্র–যুব উৎসব স্থগিত করার ফরমান জারি, বরাদ্দ করা অর্থও ফেরাতে নির্দেশ রাজ্যের

[ad_1]

জেলাস্তরের ছাত্র–যুব উৎসব বাতিল করা হয়েছে। এমনকী বাতিলের পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, বরাদ্দ হয়ে যাওয়া টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। আগে এমন ঘটনা কখনও ঘটেনি। তাহলে রাজ্যস্তরে এই উৎসব কি হবে না?‌ উঠছে প্রশ্ন। যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের আগের নির্দেশিকায় জানা যায়, ১০–১২ জানুয়ারি জেলাস্তরে ছাত্র–যুব উৎসব হবে। সেদিক থেকে দেখতে গেলে হাতে বেশি সময় নেই। আর দু’‌দিন আগেই অনলাইনে জানানো হয়, অনিবার্য কারণে উৎসব বাতিল করা হল। জেলা পিছু বরাদ্দ প্রত্যাহারের বিষয়টিও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

এদিকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রশাসন সূত্রে খবর, বহু জেলায় এই নির্দেশ পৌঁছে গিয়েছে। কয়েকটি জেলায় বাকি রয়েছে এই খবর পৌঁছতে। অনলাইনে নির্দেশ সবাই এখনও খতিয়ে দেখেননি। তার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছিল বলে একাধিক জেলা থেকে খবর মিলেছে। তাতে খরচও হয়েছে। এখন উৎসব বাতিল বলে ঘোষণা করলে পুরো টাকা কেমন করে ফেরানো সম্ভব। সেটাই ভাবাচ্ছে সকলকে। এই বিষয়ে জেলার যুব কল্যাণ দফতরের এক অফিসার বলেন, ‘প্রস্তুতি পর্বে কিছু টাকা খরচ হয়েছে। সমস্যা তো হবেই। সরকারি টাকা নেওয়া ও ফেরত দেওয়া জটিল প্রক্রিয়া।’

অন্যদিকে কেন উৎসব বাতিল হয়েছে?‌ কেন বরাদ্দ টাকা ফিরিয়ে দিতে বলা হল? এই নিয়ে প্রশ্ন উঠছে। এই কথা জানতে পেরে বিজেপির পক্ষ থেকে বাজারে চাউর করে দেওয়া হয়েছে, রাজ্য সরকার আর্থিক সংকটে ভুগছে। তাই যুব উৎসব বাতিল করা হয়েছে। যদিও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিজেপিকে তুলোধনা করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে। কাজ করার পরেও বাংলার মানুষের মজুরি আটকে রেখেছে। বিশেষ উদ্দেশ্য নিয়ে তা করা হয়েছে।’‌

আরও পড়ুন:‌ নবান্নের প্রত্যেক ফ্লোরে বাড়ছে নিরাপত্তারক্ষী, সরকারি কর্মচারীদের জন্য চিপকার্ড

এছাড়া করোনাভাইরাসের সময় এই ছাত্র–যুব উৎসব টানা তিন বছর বন্ধ ছিল। তার আগে অবশ্য হয়েছে। জেলায় ব্লক থেকে রাজ্যস্তর পর্যন্ত ছাত্র–যুব উৎসব হয়েছে। তবে কেন বাতিল হল?‌ তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। কেউ এই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। এবার শুধু জেলাস্তরেই এই উৎসব হওয়ার কথা ছিল। উৎসবের দিন ঠিক হওয়ার পর ১৩ ডিসেম্বর অর্থ বরাদ্দ করা হয়। ১২ জানুয়ারি এই উৎসব শেষ করার দিন ঠিক হয়। কারণ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তবে এবার কৃষি মেলা নিয়ে কোনও আলোচনা শুরু হয়নি। এখনও জঙ্গলমহল উৎসব নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি। তার মধ্যেই স্থগিত হয়ে গেল ছাত্র–যুব উৎসব।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here