Home ব্লগবাজি জতুগৃহ ~ বৈশাখী চ্যাটার্জী

জতুগৃহ ~ বৈশাখী চ্যাটার্জী

জতুগৃহ   ~   বৈশাখী চ্যাটার্জী
জতুগৃহ
******************
মহাভারতের জতুগৃহ থেকে কিছু বারুদ -,
একটা মাত্র দেশলাই কাঠি ---
তারপরেই হয়ত হতে পারে দুর্বিষহ কোন কিছু --,
পৃথিবীর প্রতিটা আবর্ত ছিন্ন করে কিছু কাহিনী ,
আবার প্রতিটা আবর্তে নতুন কিছু জটাজাল --
অনবরত ঘূর্ণায়মান চাকা
ঘুরে চলে শুধু - দাউ দাউ আগুনেও
কাহিনী কি অসম্ভব ভাবে বাঁচিয়ে তোলে -!
শুকনো নদীতে হঠাৎ বন্যা ,
প্লাবনের স্রোতে পালতোলা নৌকো ভেসে গেছে ,
বুকে বড় ক্ষরা --
যে চাতক বৃষ্টি চায় সে আজ বোবা বড় ,
কোন মন্বন্তর এসেছিল ,
মৃত শ্মশানের লাশে ক্ষুধা নিবৃত্ত হয়েছিল সেদিন --
ইতিহাস আছে পাতায় পাতায় তবু
মন্বন্তর আজও আছে ,
উড়ে যাওয়া সাদা মেঘ -কালো ধোঁয়া ,
আমরা সবাই জতুগৃহে বন্দি ,
শুধু একটা দেশলাই কাঠি ----।
জটাজাল ছিন্ন করে তবু
আবর্তনের দিকে ছুটে চলি বারবার ,
কোন সুড়ঙ্গ রচিত হয় না এখন ,
খোলা আকাশের নিচে
ছুটে বেড়ায় মন্বন্তর ----
জতুগৃহ থেকে জীবনের পথের
আবর্তনের ছিন্ন জটাজাল --
ভীষণ রূপান্তর ॥

বৈশাখী চ্যাটার্জী:14/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here