Home আপডেট জামাত, হেফাজত এবং মুসলিম মৌলবাদীদের আশ্রয়দাতা মমতাকে একটি ভোটও দেবেন না মতুয়ারা

জামাত, হেফাজত এবং মুসলিম মৌলবাদীদের আশ্রয়দাতা মমতাকে একটি ভোটও দেবেন না মতুয়ারা

জামাত, হেফাজত এবং মুসলিম মৌলবাদীদের আশ্রয়দাতা মমতাকে একটি ভোটও দেবেন না মতুয়ারা

[ad_1]

লোকসভা ভোটের মুখে মতুয়া ভোট ঘরে তুলতে উত্তরবঙ্গে বিশেষ প্রচার শুরু করেছে তৃণমূল। জাগো মতুয়া স্লোগান তুলে বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়াদের বিভ্রান্ত করার অভিযোগ তুলছেন তৃণমূল নেতারা। তবে তৃণমূলের এই প্রচারে কোনও কাজ হবে না বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জামাত, হেফাজত এবং মুসলিম মৌলবাদীদের আশ্রয়দাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবেন না মতুয়ারা।

শুভেন্দুবাবু বলেন, ‘জামাত, হেফাজত এবং মুসলিম মৌলবাদীদের অত্যাচারে মতুয়ারা ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমার মা গায়ত্রী ভট্টাচার্যকেও বরিশাল ছাড়তে হয়েছিল। মতুয়ারা কেউ ভালোবেসে বাংলাদেশ ছাড়েনি। তাদেরকে তাড়ানো হয়েছে। এক কাপড়ে খালি পায়ে পালিয়ে এসেছেন। যাদের জন্য পালিয়ে এসেছেন সেই জামাত, হেফাজত, রাজাকার ও রোহিঙ্গা তাদের আশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের উদ্বাস্তু করার যারা কারিগর তাদের আশ্রয় দিচ্ছেন মমতা। কোনও মতুয়া প্রাণ থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পার্টিকে ভোট দেবে না’।

তিনি মনে করিয়ে দেন, ‘যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় মাতা বীণাপানি দেবীর চিকিৎসা করিয়ে বলেন আমি টাকা দিয়ে করেছি সেই মমতা ব্যানার্জি মতুয়াদের একটা ভোটও পাবে না’।

লোকসভা ভোটের মুখে তৃণমূলের বড় মাথাব্যথার নাম মতুয়া ভোট। ২০১৯ সালে বিজেপিতে ঢেলে ভোট দিয়েছিলেন মতুয়ারা। যার জেরে উত্তর বঙ্গ থেকে সাফ হয়ে গিয়েছিল জোড়া ফুল। ফের লোকসভা নির্বাচনের আগে তাই মতুয়া ভোট পেতে বিশেষ তৎপরতা শুরু করেছে তৃণমূল।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here