Home ব্লগবাজি জোকার ~ বৈশাখী চ্যাটার্জী

জোকার ~ বৈশাখী চ্যাটার্জী

জোকার   ~    বৈশাখী চ্যাটার্জী
জোকার
*************
আমি জোকার -মুখোশের আড়ালে অভিনয় করি আমি ---
একটা ছোট্ট শরীরে রামধনু রঙ এঁকে --
সেই অভিনয় রঙ্গমঞ্চে খুব বেশি দামি !
কত হিজিবিজি --জোড়াতালি মেরে
হেসে করি লুটোপুটি --,
কত হাততালি -কত শোরগোল ।
রঙ মাখা ছোট্ট চেহারা-মুখোশের আড়ালে দেখে কত হাসিমুখ ।

মুখোশ খুলে দাঁড়িয়েছি যেই  জীবনের নাটকেতে --
দেখি জোকারের অভিনয় সেখানে নামহীন ভূমিকায় ---!
সেখানেও হাসি আছে -বিদ্রূপে করতালি পড়ে রোজ ,
যেন এই রঙ্গমঞ্চে অকারণ উঠে আসা
একটি জোকারের ভূমিকাবিহীন খোঁজ ,
ছোট্ট একটা মন লুকিয়ে থাকে মুখোশের আড়ালেতে ,
তাতে ভালবাসা থাকে -চাওয়া পাওয়াও থাকে --,
 মনের দলিল-দেখেনিতো কোন মন ,
একটি জোকার সেতো শুধু হাসির আয়োজন ॥

                              বৈশাখী চ্যাটার্জী:04/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here