Home আপডেট জ্যোতিপ্রিয়র গ্রেফতারের খবর স্পিকার বিমানকে জানাল ইডি, আটঘাট বেঁধেই পদক্ষেপ

জ্যোতিপ্রিয়র গ্রেফতারের খবর স্পিকার বিমানকে জানাল ইডি, আটঘাট বেঁধেই পদক্ষেপ

জ্যোতিপ্রিয়র গ্রেফতারের খবর স্পিকার বিমানকে জানাল ইডি, আটঘাট বেঁধেই পদক্ষেপ

[ad_1]

এবার আটঘাট বেঁধেই পদক্ষেপ করল ইডি। রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করার বিষয়ে অনেক বেশি সতর্ক ছিল তদন্তকারীরা। যাতে কোনও বিতর্ক তৈরি না হয় তাই শুক্রবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানালেন তাঁরা। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে অভিযান চালায় ইডি। তারপর মাঝরাতে গ্রেফতার করা হয় বনমন্ত্রীকে। এই গ্রেফতার নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তার জন্য স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা জানিয়ে দেওয়া হয়।

যেহেতু এখন উৎসবের মরশুম চলছে সেহেতু রাজ্য বিধানসভায় ছুটি চলছে। কিন্তু যাতে বিতর্ক তৈরি না হয় তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের খবর স্পিকারের দফতরে ইমেল এবং ফ্যাক্স করে জানাতে চায় তাঁরা। কিন্তু সে সুযোগ মেলেনি। আর সোমবার খুলবে রাজ্য বিধানসভা। সেদিন পর্যন্ত অপেক্ষা না করে সরাসরি গ্রেফতারের খবর জানানো হয় বিমান বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের খবর জানানো হয় তাঁকে। স্পিকার নিজেও ইডির পদক্ষেপের কথা জানিয়েছেন।

এদিকে নিয়ম হল, বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করে দ্রুত সেটা বিধানসভার অধ্যক্ষকে জানাতে হবে। তবে আগে বিমান বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, বিধানসভার সদস্যদের গ্রেফতার করার খবর তাঁকে সঠিক সময়ে জানায় না সিবিআই এবং ইডি। বরং তিনি বিধায়কদের গ্রেফতারের খবর জানতে পারেন সংবাদমাধ্যম থেকে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু সেই গ্রেফতারের খবর সঠিক সময়ে না জানানোর অভিযোগ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:‌ জ্যোতিপ্রিয় মল্লিকের মোবাইল ফরেনসিকে পাঠানো হচ্ছে, পরীক্ষা হবে হোয়াটসঅ্যাপ চ্যাটের

অন্যদিকে ২০২১ সালে নারদা কাণ্ডে সিবিআই গ্রেফতার করে মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। তখনও অধ্যক্ষকে গ্রেফতারের খবর সঠিক সময়ে জানানো হয়নি বলে অভিযোগ। ২০২২ সালের ২২ জুলাই ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। তখনও তাঁকে গ্রেফতারের খবর ঠিক সময়ে জানানো হয়নি বলে অভিযোগ করেছিলেন অধ্যক্ষ। এমনকী পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেও উপযুক্ত সময়ে জানানো হয়নি। এছাড়া বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই সে খবর যথা সময়ে দেয়নি স্পিকারকে। এবার তাই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে জানাল ইডি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here