Home আপডেট জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটি টাকা ঋণ বাকিবুরের!‌ শ্রীঘরে গিয়ে জেরার সিদ্ধান্ত ইডির

জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটি টাকা ঋণ বাকিবুরের!‌ শ্রীঘরে গিয়ে জেরার সিদ্ধান্ত ইডির

জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটি টাকা ঋণ বাকিবুরের!‌ শ্রীঘরে গিয়ে জেরার সিদ্ধান্ত ইডির

[ad_1]

রেশন দুর্নীতি কাণ্ডের অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তদন্তে নেমে বাকিবুর–জ্যোতিপ্রিয়র আরও সম্পত্তির খোঁজ পেতে জোরকদমে চলছে প্রচেষ্টা। ইডি সূত্রে খবর, বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জেরায় ঋণ নেওয়ার কথা স্বীকার করেছেন জ্যোতিপ্রিয়। অথচ বাকিবুরকে গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় জানিয়ে ছিলেন, তিনি বাকিবুর রহমানকে চেনেনই না। মন্ত্রীর স্ত্রী এবং কন্যাকে সুদ ছাড়াই মোটা টাকা ঋণ দেন বাকিবুর রহমান। আদালতে এমন কথাই জানিয়েছে ইডি। ইডির দাবি, বাকিবুর মোট ৯ কোটি টাকা মন্ত্রীর স্ত্রী, কন্যাকে ঋণ হিসাবে দিয়েছেন। যার সুদ নেওয়া হয়নি।

এদিকে এই গোটা বিষয়ে সবিস্তারে জানতে বাকিবুরকে জেলে গিয়ে জেরা করতে চায় তদন্তকারী সংস্থা। আদালত থেকে সেই অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ঋণ আসলে মন্ত্রীকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের নামে নেননি। বরং তা মেয়ে এবং স্ত্রীর নামে নেওয়া হয়। এই প্রক্রিয়া চলে ২০১৬–১৭ অর্থবর্ষে। কেন বাকিবুরের থেকে ঋণ নিতে গেলেন?‌ এটাই কী দুর্নীতির টাকা? এইসব প্রশ্নের উত্তর জানতে চান ইডির তদন্তকারীরা। মন্ত্রী তো যে কোনও ব্যাঙ্ক থেকেই ঋণ নিতে পারতেন। তাহলে তা কেন বাকিবুরের কাছ থেকে নিলেন?‌ জ্যোতিপ্রিয়কেও জেরা করবে ইডি। বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরে সংবাদমাধ্যমের প্রশ্নে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন, ‘‌কে বাকিবুর? ওই নামে কাউকে চিনি না।’‌

অন্যদিকে আজ, শনিবার ব্যাঙ্কশাল কোর্টে ইডির দাবি, বাকিবুর ও জ্যোতিপ্রিয় পরস্পরকে চিনতেন। এমনকী তাঁদের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল। ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে এদিন আদালতে ইডি বিনা সুদে এই বিপুল ঋণের কথা জানায়। তারপর বাকিবুরকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেলে গিয়ে তাঁকে জেরার জন্য আদালতের অনুমতিও পেয়েছে ইডি। নিজেদের দাবির সপক্ষে আদালতে একাধিক নথিও পেশ করে ইডি। আর ইডির পক্ষ থেকে বিচারপতিকে বলা হয়, ‘‌সেই ঘনিষ্ঠতা না থাকলে কোনও কাগজ ছাড়াই কেউ অচেনা কাউকে ৯ কোটি টাকা ঋণ দেবে?’‌

আরও পড়ুন:‌ অনলাইনে তারাপীঠে পুজো দেওয়া যাবে?‌ মিলবে কি মায়ের দর্শন?‌ বড় ঘোষণা মন্দির কমিটির‌

আর কী জানা যাচ্ছে?‌ ইডি আদালতে আজ জানিয়েছে, রেশনের চালের টাকা তছরুপ করেছেন বাকিবুর। তার জন্য ভুয়ো কৃষকদের নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন। বেশ কয়েকজনকে কৃষক সাজিয়ে দেখিয়ে ওই অ্যাকাউন্ট খুলেছিলেন বাকিবুর। এই অ্যাকাউন্টগুলিতেই যেত ধানের সহায়ক মূল্য। এই সব বহু ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। রেশনের কালো টাকা সাদা করতে ভুয়ো কৃষক সংগঠন ‘ফার্মারস ফোরাম’ নামে গড়ে তোলা হয়। ওই সংগঠনের নেতৃত্বে ছিলেন রাইস মিল মালিক বাকিবুর রহমান। আগামী সোমবার জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতের মেয়াদ শেষ হবে। তার আগে এই ৯ কোটির রহস্য বের করতে চাইছেন তদন্তকারীরা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here