Home ব্লগবাজি ঝড় থেমে গেছে ~ সুচেতনা সেন

ঝড় থেমে গেছে ~ সুচেতনা সেন

ঝড় থেমে গেছে  ~   সুচেতনা সেন
ঝড় থেমে গেছে 
***************

ঝড় থেমে গেছে । কাঁচের শিশিটা ভেঙে গেছে ।
জোড়া যায়নি । আচমকা ।
তোর ওখানে ঝড় বারান্দার কার্ণিশ ছুঁয়ে ।
ঝোরো পাতা জড়ো হয় ছাদের এক কোণে ।
তোর চেনা স্নানঘর । আজ একটু অন্যরকম ।
দেয়ালে বনমালীর ছবি ।
মনের ক্যানভাসে উঠে আসে দু একটা কথা ।
তারপর বলা হল না কিছু তার ।
সব কেমন চুপ হয়ে গেল ।
গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায় ।
তোর কাজল আর আগের মতো সাড়া দেয় না ।
লিপস্টিক কেমন বিষাদ ছোঁয়া এক ধূসর পৃথিবী ।
তোর কাব্যরঙা নীলাম্বরী আঁচলের বুকের ভিতরে নাই কোনো  দুরুদুরু সুখ ।
চোরা চোখে চাওয়া সেই বিষন্ন দুপুর তোর দরজার চৌকাঠে - আর কোনোদিন আসবে না ।
ঝড় থেমে গেছে ।
তুই নিশ্চিন্ত হলি ।
অনেকদিন পর একমুঠো স্বস্তির শ্বাস বায়ু ।
ঘরে বাইরে অনেকখানি নিশ্চিন্তি ।
এক নিষ্পাপ ঘুম ।
শুধু ।
ভোর রাতে আচমকা ঘুম ভেঙে কোনোদিন ।
বুকটা হা হা কার করে ওঠে ।
নিথর শরীরে দু ফোঁটা নেমে আসে চোখের কোন বেয়ে   ।
মনে পড়ে তোর ঝড় থেমে গেছে কবে ।
                            সুচেতনা সেনঃ ১৫/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here