Home আপডেট ডিসেম্বরেই চালু হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা, জেনে নিন বিস্তারে

ডিসেম্বরেই চালু হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা, জেনে নিন বিস্তারে

ডিসেম্বরেই চালু হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা, জেনে নিন বিস্তারে

[ad_1]

আগামী ডিসেম্বরেই বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে ইস্ট – ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে। এই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে মেট্রো রেল। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর ভিকে শ্রীবাস্তব।

তিনি বলেন, যেহেতু দেশের মধ্যে এটি প্রথম মেট্রো যেটি একটি বড় নদীর নিচ দিয়ে যাবে, তাই নিরাপত্তা সব রকম ভাবে আঁটোসাঁটো করা হচ্ছে। এখন ট্রায়াল রান চলছে। তবে যাত্রী নিরাপত্তার সাথে কোনও ভাবেই আপোষ করতে চায় না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

তিনি জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে দু’টি রেক সারাদিন দু’দিকে চালানো হবে। ১২ মিনিটে রেক গুলি গন্তব্যে পৌঁছবে। মাঝখানে থাকবে তিনটি করে স্টেশন। এই ভাবেই সারাদিন পরিষেবা চলবে।

এদিন তিনি জানান, বউবাজারে সুড়ঙ্গে ছোটখাটো কিছু কাজ বাকি আছে। সেই কাজ শেষ হলেই সেখানে গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ শুরু হবে। গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ শেষ হতে সময় লাগবে ৬ – ৮ মাস। তার পর সেখানে বাড়ি নির্মাণ শুরু হবে। ২৬টি বাড়ি নির্মাণ করতে দেড় বছর লাগতে পারে।

তিনি বলেন, আগামী বছরের মাঝামাঝি বউবাজারে মাটির নীচে মেট্রোর ট্রায়াল রান শুরু হবে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here