Home খেলাধুলো ডেঙ্গি আক্রান্ত সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী, ভর্তি হাসপাতালে, উদ্বেগে পরিবার Indian Football Team Captain Sunil Chhetri s Wife Sonam Bhattacharya Dengue infected admitted to hospital sup

ডেঙ্গি আক্রান্ত সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী, ভর্তি হাসপাতালে, উদ্বেগে পরিবার Indian Football Team Captain Sunil Chhetri s Wife Sonam Bhattacharya Dengue infected admitted to hospital sup

ডেঙ্গি আক্রান্ত সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী, ভর্তি হাসপাতালে, উদ্বেগে পরিবার Indian Football Team Captain Sunil Chhetri s Wife Sonam Bhattacharya Dengue infected admitted to hospital sup

[ad_1]

কলকাতা: শুধু রাজ্য নয়। ডেঙ্গি সংক্রমণ বাড়ছে দেশ জুড়ে। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য। সম্প্রতি সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন সুনীল ছেত্রী। ছবিও শেয়ার করেছিলেন ভারত অধিনায়ক। ডেঙ্গি আক্রান্ত হওয়ার রিপোর্ট আসতেই কোও ঝুঁকি নেননি সুনীল ছেত্রী। সোনমকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন সোনম।

গত কয়েক দিন ধরে জ্বর ছিল সোনম ভট্টাচার্যের। সোমবার সুনীল পত্নীর ডেঙ্গির রিপোর্ট পজেটিভ আসে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটা কম ছিল বলেও জানা গিয়েছে। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার পর এখন কোনও দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগস্ট মাসেই তাঁর সন্তানের জন্ম হওয়ার কথা। আর সেটি নিয়েই উদ্বেগে রয়েছেন  সুনীল ছেত্রী ও সোনমের বাবা-মা সুব্রত ভট্টাচার্য এবং তার স্ত্রী লতা ভট্টাচার্য।

আরও পড়ুনঃ IND vs WI 3rd T20: দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ, ডু অর ডাই ম্যাচ, ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন

প্রসঙ্গত, পরিবারে নতুন অতিথি আসার খবর সুনীল ছেত্রী জানানোর পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছে সোনম ভট্টাচার্য। শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন সুনীল ও তাঁর স্ত্রী। অগাস্ট মাসেই সন্তান জন্ম হওয়ার কথা। এই সময় কালে সোনম ভট্টাচার্যের ডেঙ্গি আক্রান্তক হওয়ার খবরে উদ্বেগে রয়েছে সুনীল ছেত্রীর ফ্যানেরা। সোনমের দ্রুত আরোগ্য কামনায় সকলেই। নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় সকলেই।

Tags: Dengue, Indian Football Team, Sunil Chhetri

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here