Home আপডেট দুঃস্থদের পাশে দাঁড়াল সংরক্ষিকা – The sanrakshika stood by the distressed, বাংলার মুখ

দুঃস্থদের পাশে দাঁড়াল সংরক্ষিকা – The sanrakshika stood by the distressed, বাংলার মুখ

দুঃস্থদের পাশে দাঁড়াল সংরক্ষিকা – The sanrakshika stood by the distressed, বাংলার মুখ

[ad_1]

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্সের জওয়ানদের স্ত্রীদের কল্যাণে তৈরি সংস্থা ‘সংরক্ষিকা’র তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল প্রবীণদের উদ্দেশে। দমদমে মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত বৃদ্ধাশ্রম করুণা ভবনের আবাসিকদের শীতবস্ত্র বিতরণ করলেন সংস্থার সদস্যরা। সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে সংস্থার তরফে দান করা হয়েছে অত্যাধুনিক ফিল্টারও।

শনিবার করুণা ভবনের আবাসিকদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান ‘সংরক্ষিকা’র সদস্যরা। ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রবীণদের সঙ্গে শীতবস্ত্র ও করুণা ভবন কর্তৃপক্ষকে ফিল্টার প্রদান করেন সদস্যরা। এর পর ছিল রাতের আহারের ব্যবস্থা।

সংরক্ষিকার তরফে এই কর্মসূচির সাফল্যের জন্য CISFকে ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতেও তাঁরা এই ধরণের কল্যাণমূলক কাজে ব্রতী থাকবেন বলে জানিয়েছেন সংরক্ষিকার সভানেত্রী। নাচে – গানে আর ভুরিভোজে গোটা দিনটা কাটিয়ে খুশি করুণা ভবনের আবাসিকরাও।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here