Home আপডেট ‘‌দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল’‌, ফেসবুক পোস্টে অনুপমের কড়া বার্তা কর্মীদের

‘‌দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল’‌, ফেসবুক পোস্টে অনুপমের কড়া বার্তা কর্মীদের

‘‌দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল’‌, ফেসবুক পোস্টে অনুপমের কড়া বার্তা কর্মীদের

[ad_1]

সদ্য বিশেষ দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার ফেসবুক পোস্টে বীরভূম বিজেপির নেতা–কর্মীদের কড়া বার্তা দিলেন অনুপম হাজরা। কর্মীদের সতর্ক করে এমন বার্তা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সম্পাদক এখন অনুপম হাজরা। কার উদ্দেশে এমন মন্তব্য করলেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জল্পনা জিইয়ে রেখে অনুপম জানান, দলে পদে থেকেও অনেকে মাঠে নামছেন না।

এদিকে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল ঠিক করছে সবাই। পিছিয়ে নেই বিজেপিও। তাই জেপি নড্ডা বাংলার বিশেষ দায়িত্ব অনুপম হাজরাকে দিয়েছেন। আর কাজ শুরু করেছেন অনুপম। নতুন এই যাত্রা তিনি শুরু করেন বীরভূম থেকেই। কাজ শুরু করেই দলের নেতা–কর্মীদের কড়া বার্তা দিলেন অনুপম হাজরা। কাজ করতে গিয়ে তাঁর চোখে পড়েছে বিস্তর নিষ্ক্রিয় নেতা–কর্মী পদে রয়েছেন। তাই তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘‌দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। দলে পদে থেকেও অনেকে মাঠে নামছেন না। তাঁরাই দুষ্টু গরু।’‌

ঠিক কী লিখেছেন অনুপম?‌ অন্যদিকে কয়েকদিন আগে রাখি পূর্ণিমার দিন কর্মসূচি নিয়েছিলেন। তখনই তাঁর নজরে আসে নিষ্ক্রিয় কর্মীদের। তারপর আজ, রবিবার ফেসবুকে ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে অনুপম লেখেন, ‘‌এখনও যদি মনে হয়, দলের সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমান বেশি গুরুত্বপূর্ণ, বা পদ আগলে বসে থেকে তলে তলে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যে, আপনি যেন কোনওভাবেই পদ বা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন। অতি প্রচলিত একটি প্রবাদ রয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।’‌ অর্থাৎ দল থেকে চলে গেলে কিছু যায় আসে না বোঝাতে চেয়েছেন অনুপম।

আরও পড়ুন:‌ ‘‌আর চাপ সহ্য করতে পারছি না’‌, স্ত্রীকে মেসেজ লেখার পর স্বামীর দেহ মিলল সিটি সেন্টারে

আর টুইটে কী লিখেছেন?‌ অনুপম হাজরার ফেসবুক পোস্ট নিয়ে এখন ব্যাপক চর্চা শুরু হয়েছে। কারণ এই পোস্টে স্পষ্ট নীচুতলায় সমস্যা আছে। তাই অনুপম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌নতুন–পুরনো, সংগঠনে থাকা এবং বাইরে থাকা সমস্ত কার্যকর্তা ও নেতাদের উদ্দেশে বলছি, মান–অভিমান অভাব অভিযোগ থাকলে মন খুলে চার দেওয়ালের মধ্যে জানান। আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব আমার। আর যদি মনে হয় পার্টির সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমানটা বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকেদলের ক্ষতি করবেন, তাহলে আমি অনন্ত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যাতে আপনি কোনওভাবেই পদের অপব্যবহার করতে না পারেন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’‌ তাঁর কথায়, ‘‌অমুক দাদা, অমুক দিদি না করে, নরেন্দ্র মোদীর লবি করলে দলের পক্ষে মঙ্গল হবে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here