Home খেলাধুলো দেড়শো বার প্রত্যাখ্যাত হয়েও সংকল্পে অনড়; সাফল্যের দৃষ্টান্ত গড়ছে ড্রিম ১১

দেড়শো বার প্রত্যাখ্যাত হয়েও সংকল্পে অনড়; সাফল্যের দৃষ্টান্ত গড়ছে ড্রিম ১১

দেড়শো বার প্রত্যাখ্যাত হয়েও সংকল্পে অনড়; সাফল্যের দৃষ্টান্ত গড়ছে ড্রিম ১১

[ad_1]

সেটা ২০০৮ সালের কথা। প্রথমবারের জন্য শুরু হল আইপিএল। সেই সময়ই ড্রিম ১১-এর কথা ভাবতে শুরু করেন হর্ষ ও ভাবিত। প্রযুক্তি, পণ্য, বিপণন, নকশা— সব ঠিক থাকলেও, ছিল না অর্থ। হর্ষ নিজেই জানিয়েছেন, ২০১২ সালের পর তিনি তহবিলের জন্য দু’বছরে প্রায় দেড়শো বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কোথাও সাফল্য মেলেনি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here