Home আপডেট দোষী হলে দাদা যেন শাস্তি পান, চার দিক থেকে চাপের মুখে বললেন ভাই আলমগির

দোষী হলে দাদা যেন শাস্তি পান, চার দিক থেকে চাপের মুখে বললেন ভাই আলমগির

দোষী হলে দাদা যেন শাস্তি পান, চার দিক থেকে চাপের মুখে বললেন ভাই আলমগির

[ad_1]

কোথায় সন্দেশখালির তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহান? শুক্রবার ইডি আধিকারিদের ওপর হামলার পর থেকে সবার মুখে একটাই প্রশ্ন। কিন্তু শাহজাহান যে কোথায় তা জানা নেই বলে লাগাতার দাবি করে চলেছেন তাঁর পরিবারের সদস্যরা। তারই মধ্যে এদিন দাদাকে বাঁচাতে হামলা নিয়ে নতুন তত্ত্ব খাড়া করলেন তাঁর ভাই আলমগির। তিনি বললেন, ইডি যদি দাদাকে তলব করত তাহলে এই ঘটনা ঘটত না।

এদিন শাহজাহানের ভাই তথা যুব তৃণমূল নেতা আলমগির বলেন, ‘সেদিন সাধারণ মানুষ ভেবেছিল দাদার বাড়িতে কিছু রেখে তাঁকে ফাঁসানো হতে পারে। তাই তাঁরা উত্তেজিত হয়ে উঠেছিল। ইজি যদি দাদাকে তলব করত। তার পর দাদা না গেলে তল্লাশি চালাতে আসত তাহলে এত ঝামেলা হত না।’

আলমগির দাবি করেন, দাদাকে অনেকবার ফোন করেছি। কিন্তু যোগাযোগ করতে পারিনি। ফলে বলতে পারব না দাদা কোথায় আছে। তবে এলাকায় থাকলে তো বাড়িতে একবার আসত’। শাহজাহানের বাংলাদেশে পালানোর আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘দাদা একজন জনপ্রতিনিধি। তিনি এভাবে গায়েব হয়ে যেতে পারেন না কি। দাদা বাংলাদেশে যাবে কী করে? বর্ডার তো পাহারা দেয় বিএসএফ। গিয়ে থাকলে তাদের সাহায্যেই গিয়েছে।’

আক্ষেপ করে তৃণমূলের এই যুব নেতা বলেন, ‘আমাদের চার ভাইয়ের পাশাপাশি বাস। দাদার পরিবার ছাড়াও আমাদের ৩ ভাইয়ের পরিবার রয়েছে। সব পরিবারে ২টো করে শিশু রয়েছে। ঘটনার পর পুলিশের উৎপাতে এক ভাই শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আমি ও আমার আরেক ভাইয়ের ছেলে মেয়েরা ভয়ে ঘর থেকে বেরোতে চাইছে না। স্কুলে যেতে চাইছে না। বাড়ির সামনে পুলিশ পিকেট বসেছে। তাই গৃহশিক্ষকরাও ওদের পড়াতে আসছেন না। ওদের পড়াশুনোর ক্ষতি হয়ে যাচ্ছে।’

আলমগির বলেন, ‘আমাদের একটাই দাবি, নিরপেক্ষ তদন্ত হোক। তাতে যদি আমার দাদা দোষী সাব্যস্ত হয় তাহলে তাঁকে যেন শাস্তি দেওয়া হয়।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here