Home ব্লগবাজি ধিক শতবার ~ সুচেতনা সেন

ধিক শতবার ~ সুচেতনা সেন

ধিক শতবার   ~    সুচেতনা সেন
ধিক শতবার ~


দরজার ফুটোটা আমায় দেখছে ।
দুপুর পড়েছে । সম্পর্কের গল্প কথা চটে যাওয়া  দেয়ালে । জায়ে জায়ে গল্প
দৈনন্দিন ।
সংসার গড়িয়ে চলে সংসারে সংসারে ।
সম্পর্ক গড়ে ভাঙে সম্পর্কই চায় সকলে ।
বস্তুতঃ বস্তুুর দাম আছে । অনুভূতি ভালোবাসা সব অথর্ব।
নির্জীবতার বীজে মত্ত -অর্থের অন্বেষণেই মধু ।
মানুষ এটাই আগে বোঝে ।স্বার্থের ঘ্রান পেতে পেতে
স্বার্থান্বেষী । হায় বেঁচে থাকা ! পৃথিবীর সবুজ ঘাস
তোমাদের কার্পেট হয়ে বেঁচে থাক ।-উনান জ্বলে -
পথ ঘাট মাঠ বন পাহাড় সমুদ্র আকাশ -অন্য এক
বেঁচে থাকার নাম ।জংলী কুকুর শিয়াল বাঘ হাতির
ভিড়ে - জানি তোমার উপনিবেশ তুমি আরার ফেলবে মানুষ -
আর এক কংক্রিট গড়তে -খেয়োখেয়িতে তুমি
আজ সবার চেয়ে এগিয়ে গেছ -আর এটাই তোমার অহংকার - ধিক শতবার !

                                         সুচেতনা সেন:23/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here