Home আপডেট ‘‌নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর’‌, লোকসভা নির্বাচনের মুখে কুণালের বিস্ফোরক পোস্ট

‘‌নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর’‌, লোকসভা নির্বাচনের মুখে কুণালের বিস্ফোরক পোস্ট

‘‌নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর’‌, লোকসভা নির্বাচনের মুখে কুণালের বিস্ফোরক পোস্ট

[ad_1]

এবার নিজের দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আরও একবার দলের মধ্যে অসন্তোষ প্রকাশ্যে চলে এল। উত্তর কলকাতার এক ভারী নেতার বিরুদ্ধেই নিজের এক্স হ্যান্ডেলে তোপ দাগলেন কুণাল ঘোষ। এমনকী তাঁর কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হল। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মতো অভিযোগ সামনে এনে তুলোধনা করলেন কুণাল ঘোষ। আর এই পোস্টের পরই তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমুল অস্বস্তি শুরু হয়েছে। উত্তর কলকাতার এই নেতা কে?‌

এখন সেই নেতার নাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আজ, বৃহস্পতিবার রাতে হঠাৎ এমন পোস্ট রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। কারণ কুণাল ঘোষ সরাসরি কারও নাম নেননি পোস্টে। লোকসভা নির্বাচন সামনে। মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্ঘণ্ট প্রকাশ পেয়ে যাবে। সব ঠিক থাকলে ১৪ মার্চ নির্ঘণ্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে উত্তর কলকাতায় স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই যেন দলের অন্দরে অসন্তোষের পাহাড় হয়ে উঠেছে। কুণাল ঘোষ নাম না করলেও ইঙ্গিতটা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদের দিকেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

এদিকে একে তো নবীন–প্রবীণ বিতর্ক রয়েছে দলের অন্দরে। তার মধ্যে সুদীপবাবুকে নিয়ে বিতর্ক বারবার সামনে এসেছে। কখনও তাপস রায়, কখনও কুণাল ঘোষ এই সাংসদকে আক্রমণ করে থাকেন। সেখানে সুদীপবাবুর বয়স ৭০ বছরের বেশি। এত বয়সী কোনও নেতাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার পক্ষে নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উপর সুদীপ বন্দ্যোপাধ্যায় সেভাবে সক্রিয় নন বলে অভিযোগ। সংসদে দেখা গেলেও আগের মতো ঝাঁঝ নেই। আর উত্তর কলকাতায় তাঁকে কোনও কিছুতে দেখতে পাওয়া যায় না। জেতেন মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবার যেন সেটাই কৌশলে বলে দেওয়া হল।

আরও পড়ুন:‌ ‘‌আমি দুঃখিত, বাবা, ক্ষমা করে দিও’‌, দেরিতে পৌঁছনোয় পরীক্ষা দিতে না পেরে আত্মঘাতী ছাত্র

অন্যদিকে প্রশ্ন উঠছে, কাকে ইঙ্গিত করলেন কুণাল?‌ ঠিক কী লিখেছেন এক্স হ্যান্ডেলে?‌ বৃহস্পতিবার রাত সওয়া ৯টা নাগাদ এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘‌নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক এবং দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’‌ লেখাটা থেকে যা বোঝার তা মানুষ বুঝতে পারছেন। কিন্তু এবার নিশানায় কে সেটা জানতে চাইছেন সকলে। এই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌কার উদ্দেশে বলেছি সেটা এখনই বলব না। পড়েছে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে ঠিক বাজবেই। দলের লোকেরাও বুঝতে পারবে। বাকিটা ঠিক সময়ে বলব।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here