Home খেলাধুলো পঞ্চম দিনে টেস্ট জিততে ভারতের দরকার ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ২৮৯ রান India vs West Indies 2nd Test Day 4 Highlights Team India need 8 wickets and West Indies need 289 runs more to win Trinidad Test in 5th Day sup

পঞ্চম দিনে টেস্ট জিততে ভারতের দরকার ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ২৮৯ রান India vs West Indies 2nd Test Day 4 Highlights Team India need 8 wickets and West Indies need 289 runs more to win Trinidad Test in 5th Day sup

পঞ্চম দিনে টেস্ট জিততে ভারতের দরকার ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ২৮৯ রান India vs West Indies 2nd Test Day 4 Highlights Team India need 8 wickets and West Indies need 289 runs more to win Trinidad Test in 5th Day sup

[ad_1]

ত্রিনিদাদ: প্রথমে ভারতীয় পেসারদের আগুনে বোলিংয়ে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। চতুর্থ দিনে মাত্র ২৯ রান যোগ করেই শেষ ৫ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ১৮৩ রানের বড় লিড পায় টিম ইন্ডিয়া। আর তারপর দ্বিতীয় ইনিংসে টি-২০ ক্রিকেটের মেজাজে ব্যাটিং করে মাত্র ২৪ ওভারে সাড়ে সাতের বেশি রান রেটে ব্যাটিং করে ২উইকেটে ১৮১ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বৃষ্টি চতুর্থ দিনের খেলাতেও বাধা হয়ে দাঁডায়। দিনে খেলা হয় মাত্র ৬৪ ওভার। তারপরও ভারতের আগ্রাসী ক্রিকেটে জমে উঠেছে ত্রিনিদাদ টেস্ট। ৩৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৭৬।

চতুর্থ দিনে মাত্র ২৬ রান যোগ করেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের লিড পায় ভারত। ভারতের হয়ে এদিন কার্যত আগুন ঝরান মহম্মদ সিরাজ। তার পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। প্রথম ইনিংসে একাই ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ। বুঝিয়ে দিলেন শামি, বুমরাহদের অনুপস্থিতিতে তিনিও তৈরি ভারতের পেস অ্যাটাককে নেতৃত্বদিতে। এছাড়া অভিষেক নজর কাড়েন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া যে লাইন লেন্থে তিনি বোলিং করে গিয়েছেন তারও প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

১৮৩ রান রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। প্রথন থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। একের পর এক আক্রমণাত্মক ষট খেলে ফেল ফেলিয়ে দেন ইংল্যান্ডের বাজবল ক্রিকেটকেও। ৪৪ বলে ৫৭ করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ৩০ বলে ৩৮ করে আউট হন যশস্বী জয়সওয়াল। এরপর বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে ইশান্ত শর্মাকে আগে নামানো হয়। টেস্টে নিজের প্রথম অর্ধশতরান করেন। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ইশান কিশান। ২৯ রান ককে অপরাজিত থাকেন শুভমান গিল। ভারতের ব্যাটিংয়ের সময় বেশ কিছু সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ১৮১ রানে ২ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

আরও পড়ুনঃ Knowledge Story: জাতীয় সঙ্গীতের সময় কেন প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে? তাদের কী বলা হয়? বলুন তো দেখি

৩৬৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে শুরুটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ওপেনিং জুটিতে ৩৮ রান করার পর সাজঘরে ফেরেন অধিনায়ত ক্রেইগ ব্রেথওয়েট। ২৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন তিনি। দ্বিতীয় উইকেটও তাড়াতাড়ি পড়ে ক্যারিবিয়ানদের। দলের ৪৪ রানে খাতা না খুলেই অশ্বিনের দ্বিতীয় শিকার হন কির্ক ম্যাকেনজি। চতুর্থ দিনের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৬ রানে ২ উইকেট। ক্রিজে রয়েছে তেজনারায়ণ চন্দ্রপল ও জার্মেইন ব্ল্যাকউড। পঞ্চম দিনে টেস্ট জিতেত ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮৯ রান ও ভারতের দরকার ৮ উইকেট।

Tags: India vs West indies, Team India, Test Cricket, West Indies

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here