Home খেলাধুলো পাকিস্তানকে হারিয়ে একই ইভেন্টে সোনা ও রুপো জয় ভারতের, ১০ মিটার এয়ার পিস্তলে রেকর্ড গড়লেন পলক ও ইশা Asian Games 2023 India s Palak Gulia and Esha Singh won gold medal in 10m Air Pistol individual event sup

পাকিস্তানকে হারিয়ে একই ইভেন্টে সোনা ও রুপো জয় ভারতের, ১০ মিটার এয়ার পিস্তলে রেকর্ড গড়লেন পলক ও ইশা Asian Games 2023 India s Palak Gulia and Esha Singh won gold medal in 10m Air Pistol individual event sup

পাকিস্তানকে হারিয়ে একই ইভেন্টে সোনা ও রুপো জয় ভারতের, ১০ মিটার এয়ার পিস্তলে রেকর্ড গড়লেন পলক ও ইশা Asian Games 2023 India s Palak Gulia and Esha Singh won gold medal in 10m Air Pistol individual event sup

[ad_1]

এশিয়ান গেমসে শুটিংয়ে স্বপ্নের ফর্মে ভারতীয় শুটাররা। শুক্রবার সকালে শুটিং থেকেই জোড়া সোনা জয় ভারতের। প্রথমে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জেতেন ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরানরা। তারপর ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে সোনা জয়। সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করলেন পলক গুলিয়া। তবে শুধু সোনা জয় নয়, একই ইভেন্টে রুপোও জিতল ইশা সিং।

দলগত বিভাগে রুপো জয়ের পর ব্যক্তিগত বিভাগের ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন পলক গুলিয়া ও ইশা সিং। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে পদক জয়ের অন্যতম দাবিদারও ছিলেন এই দুই ভারতীয় শুটার। উল্লেখযোগ্য এই ইভেন্টে প্রথম ও দ্বিতীয় হয়েছেন ভারতীয় শুটাররা ও তৃতীয় হয়েছে পাকিস্তান। বলা চলে পাকিস্তানকে হারিয়েই এই ইভেন্টে সোনা ও রুপো দুই নিজেদের নামে করেছে ভারতীয় শুটাররা।

🇮🇳 𝗢𝗡𝗘 𝗘𝗩𝗘𝗡𝗧, 𝗧𝗪𝗢 𝗠𝗘𝗗𝗔𝗟𝗦! Congratulations to the 17-year-old Palak 🥇 and 18-year-old Esha Singh 🥈 on achieving the double podium in the women’s 10m air pistol event. 𝗧𝗵𝗲 𝗽𝗿𝗶𝗱𝗲 𝗼𝗳 𝘁𝘄𝗼 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻𝘀 𝗮𝘀 𝘁𝗵𝗲 𝗳𝗶𝗻𝗮𝗹 𝘁𝘄𝗼 𝘀𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀… pic.twitter.com/pAqffyI6sQ

— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 29, 2023

Tags: Asian Games, Gold Medal, India, Shooting



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here