Home খেলাধুলো পাকিস্তান ভারতে না এলে চরম অন্যায় করবে! বিশ্বকাপ নিয়ে খোলা মত মিসবার

পাকিস্তান ভারতে না এলে চরম অন্যায় করবে! বিশ্বকাপ নিয়ে খোলা মত মিসবার

পাকিস্তান ভারতে না এলে চরম অন্যায় করবে! বিশ্বকাপ নিয়ে খোলা মত মিসবার

[ad_1]

করাচি: আগে বলেছিলেন শাহিদ আফ্রিদি। এবার বললেন মিসবাহ উল হক। পাকিস্তানের প্রাক্তন তারকা একেবারেই চান না ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো হোক। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেটা সমর্থকদের প্রতি অবিচার করা হবে বলে মনে করেন মিসবাহ উল হক। বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে।

ইতিমধ্যে সেই ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উত্তেজনা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ তাই বলেছেন, অন্য খেলার জন্য যখন দুই দেশের মধ্যে যোগাযোগ থাকতে পারে, তাহলে ক্রিকেটে কেন নয়? রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করা হয় কেন? ভারত ও পাকিস্তান পরস্পরের বিপক্ষে খেলছে… মানুষকে এটা দেখার সুযোগ থেকে বঞ্চিত করা অন্যায়।

আইসিসি এবং এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দেখা যায় না। দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ এক দশক ধরে। করাচির এক অনুষ্ঠানে মিসবাহ আরও বলেন, অবশ্যই পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত। এমনকি সেটা ভারতে হলেও। আমি ভারতে যতবার খেলেছি, সেখানে চাপ এবং দর্শকদের উপস্থিতি উপভোগ করেছি।

“It is unfair to deprive people of…”: Pakistan’s former captain Misbah-ul-Haq on Pakistan’s participation in CWC

Read @ANI Story | #PakistanCricket #Cricket #India #CricketWorldCup pic.twitter.com/078qk5umEm

— ANI Digital (@ani_digital) July 15, 2023

Tags: IND vs PAK, ODI world cup 2023



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here