Home খেলাধুলো পিসিবি-র সঙ্গে হিসেব বুঝে নিলেন জয় শাহ, মাত্র ৩০ মিনিটে পাকিস্তানের আশায় দিলেন জল ঢেলে

পিসিবি-র সঙ্গে হিসেব বুঝে নিলেন জয় শাহ, মাত্র ৩০ মিনিটে পাকিস্তানের আশায় দিলেন জল ঢেলে

পিসিবি-র সঙ্গে হিসেব বুঝে নিলেন জয় শাহ, মাত্র ৩০ মিনিটে পাকিস্তানের আশায় দিলেন জল ঢেলে

[ad_1]

করাচি:  রেগে আগুন, তেলে বেগুন পাকিস্তান৷ পিসিবি-র পুরো প্ল্যান করে রাখা অনুষ্ঠানে নাকি জয় শাহ জল ঢেলে দিয়েছেন৷ আর নিজেদের রাগ -গোঁসা নিয়ে এসিসি-র দ্বারস্থও হয়েছে পিসিবি৷ যদিও লাভের লাভ হয়নি৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআই সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জে শাহ লাহোরে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আগে এশিয়া কাপের সময়সূচি বা ফিক্সটার প্রকাশ করার ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট। বুধবার লাহোরে এশিয়া কাপের ট্রফি উন্মোচনের পাশাপাশি সূচি ঘোষণার জন্য পিসিবি একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করেছিল। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরাফ। যাইহোক, অনুষ্ঠান শুরুর ৩০ মিনিট আগে, জয় শাহ ট্যুইটারে এশিয়া কাপের সময়সূচী প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন –  Earthquake Viral Video: কালো অন্ধকার রাত, প্রবল কম্পন, হুড়মুড়িয়ে বেরিয়ে এল, কাঁপল পৃথিবী

পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, “পিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসসিসি) সঙ্গে একটি পরিষ্কার বোঝাপড়া করেছিল যে লাহোরে অনুষ্ঠান শুরু হওয়ার ৫ মিনিট পরে এশিয়া কাপের ফিক্সচারের আনুষ্ঠানিক প্রকাশ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, অনুষ্ঠান শুরুর ৩০ মিনিট আগে সন্ধ্যা ৭.১৫ মিনিটে জয় শাহ সোশ্যাল মিডিয়ায় সময়সূচি প্রকাশ করে দেন।

জয় শাহের শিডিউল তাড়াতাড়ি প্রকাশ করায় পিসিবি ক্ষুব্ধ
সূত্রটি খবর যে জয় শাহের এশিয়া কাপের ফিক্সচার ঘোষণার সিদ্ধান্ত পিসিবির পুরো অনুষ্ঠানটিকে ঘেঁটে দেয়৷ কারণ যখন শিডিউল আগেই সামনে এসে যাওয়ার পর এই অনুষ্ঠানের কোনও মানে ছিল না। সূত্রের আরও খবর এই ঘটনায় পিসিবি এসিসি-র সামনে ক্ষোভ প্রকাশ করলেও তারা জানিয়েছে দু-পক্ষের মধ্যে  ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছিল৷

জয় শাহ পিসিবির সঙ্গে মীমাংসা
সূত্রটি বলেছে, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে স্পষ্ট করা হয়েছে  সময়ের পার্থক্য ঘিরে পুরো ভুল বোঝাবুঝিটি হয়েছে, তবে সত্যিটি হল যে ভারত পাকিস্তানের থেকে আধ ঘন্টা এগিয়ে আছে, তাই জয় শাহের সময়সূচিটা প্রকাশ করা ছিল এক ধরণের আঘাত।” বোর্ডের অন্য একটি সূত্র জানিয়েছে যে ডারবানে আইসিসির বার্ষিক বৈঠকের সময় পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী আহসান মাজারি শাহ এবং জাকা আশরাফের মধ্যে যে বৈঠকটি হয়েছিল সেখানে তাতে জয় শাহের অপেশাদার মনোভাবের কথা বলা হয়েছে৷

এদিকে  এই বৈঠকের পরে, পাকিস্তানি মিডিয়ায় খবর ছিল যে জয় শাহ পিসিবি চেয়ারম্যানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানে যাবেন, কিন্তু জয় শাহ জানিয়ে দিয়েছেন তিনি পাকিস্তানে যাবেন না৷ ৩০ অগাস্ট থেকে মুলতানে বসবে এশিয়া কাপ। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের। একই সময়ে, ২সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। পাকিস্তানে এশিয়া কাপের ৪টি ম্যাচ হবে।

Tags: Asia Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here