Home আপডেট ‘‌পুজোয় মাথার উপর থেকে ছাদ চলে যাবে, আমিও চাই না’‌, নির্দেশ বদল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘‌পুজোয় মাথার উপর থেকে ছাদ চলে যাবে, আমিও চাই না’‌, নির্দেশ বদল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘‌পুজোয় মাথার উপর থেকে ছাদ চলে যাবে, আমিও চাই না’‌, নির্দেশ বদল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

[ad_1]

বিধাননগরে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এবার বিচারপতি জানান, দুর্গাপুজো আগে না, পরেই বাড়ি ভাঙা হবে। তাই আপাতত জল–বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে না। তবে ইডিকেও এই মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, দুর্গাপুজোর আগে কারও মাথা থেকে ছাদ চলে যাক সেটা চায় না আদালত। তবে দুর্গাপুজোর পর প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বাড়ি ভাঙতে হবে। সোমবারের দেওয়া নির্দেশ মঙ্গলবার পাল্টে গেল। ওই বাড়ির বাসিন্দাদের দুরবস্থার কথা বলতে আসেন বিধাননগর পুরসভার কাউন্সিলর। আর তা বলতে গিয়ে বিচারপতির সামনেই কেঁদে ফেলেন তিনি।

ঠিক কী বলেন বিচারপতি?‌ আজ, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতির সামনে বাসিন্দাদের দুরবস্থার কথা জানান কাউন্সিলর। সেটা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌ওই ভবনের বাসিন্দারা প্রত্যেকেই গরিব। দেখে বোঝা যাচ্ছে, কেউ আদানি, আম্বানির ছেলে নয়। তবে যাঁরা এখানে বসবাস করছেন, তাঁরা অধিকাংশই বাইরে থেকে এসেছেন। মালিক নন তাঁরা।’‌ বিচারপতি নির্দেশ দেন, পুলিশ গোটা বিষয়টি তদন্ত করবে এবং কারা বেআইনিভাবে বসবাস করছেন জানাবেন।

তারপর ঠিক কী ঘটল?‌ বিধাননগরের শান্তিনগরে অবৈধ নির্মিত একটি পাঁচতলা ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিধাননগর পুরসভাকে তিনি নির্দেশ দেন, ওই বাড়ির জল–বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে। আর সোমবার দুপুর ১টার মধ্যে বাড়ি ভাঙার কাজও শুরু করতে। তবে পুরসভাকে নির্দেশ দিয়েছিলেন, মঙ্গলবার সকালে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। আজ, মঙ্গলবার বিচারপতি এজলাসে সব শুনে শুনানির পরে তিনি জানিয়ে দেন, তিনি মত পরিবর্তন করছেন। আপাতত বাড়ি ভাঙা হচ্ছে না। আর বলেন, ‘‌দুর্গাপুজোর সময় মাথার উপর থেকে ছাদ চলে যাবে এটা আমিও চাই না।’‌

আরও পড়ুন:‌ সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম ভুল, বানান বিভ্রাটে তুমুল বিতর্ক

আর কী জানা যাচ্ছে?‌ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের শুনানিতে নির্দেশ দেন, সোমবার যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন, তাঁদের নাম ঠিকানা জমা করতে হবে আদালতে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্টভাষায় বলেন, ‘‌বাড়ি ভাঙা হবেই। দুর্গাপুজোর পরে হবে বাড়ি ভাঙা। যাঁরা ওই ভবনের প্রোমোটার ছিলেন, তাঁদের টাকা দিতে হবে ফ্ল্যাট মালিকদের। যাঁরা ডেভেলপারদের টাকা দিচ্ছিলেন সেই টাকা আর দিতে হবে না। ইডি এই মামলায় পার্টি হবে। বেআইনিভাবে এই ভবন কারা নির্মাণ করলেন, তদন্ত করতে বলব। ছুটির পর তাঁরা খতিয়ে দেখবে কারা রয়েছেন এসবের পিছনে। একটা ইট গাঁথলে পুরসভার অনুমতি লাগে। এত ক্ষমতা যে চার তলা ভবন তৈরি হল আর কেউ জানল না!‌ পিসি সরকারের মতো হাত ঘুরিয়ে চার তলা ভবন তৈরি হল না কি?’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here