Home ব্লগবাজি পুরুষ : বৈশাখী চ্যাটার্জী

পুরুষ : বৈশাখী চ্যাটার্জী

পুরুষ     :    বৈশাখী চ্যাটার্জী
পুরুষ :-

পুরুষ আমার জীবনে তোমার আবর্তন
অনাগত অতিথির মত বারবার -
পুরুষ তোমার সঙ্গে আমার লড়াই তাই চিরদিনের,

তুমি আমাকে ভালবাসা দিয়েছ ,
সোহাগ দিয়েছ বড় যত্নে -নদীর মত
নরম এ শরীর আলিঙ্গন করেছ -
হয়েছ সকালের স্নিগ্ধ আকাশ ,

আবার গ্রীষ্মের দাবদাহ দেখেছি তোমাতে
ভীষণ চড়া রৌদ্রে আমাকে জলহীন করেছ তুমি -
নরম বুকের মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছ মাংসপিণ্ড ;

তোমার জন্য সন্তানবতী হয়েছি পুরুষ -
আমার সমস্ত রক্তপিণ্ড দিয়ে জন্ম দিয়েছি
একটি শরীর -তোমার নামের !
আমার গন্তব্য হয়েছ তুমি -
নিক্ষেপিত হয়েছি আমি তোমাতে বারবার ।

পুরষ তোমার দৃষ্টি আমাকে রহস্যময়ী করেছে
নরম নদীর মত আমি বয়ে গেছি তোমারই উপর দিয়ে,
ভালবাসো-প্রেম হয়ে,বন্ধু হয়ে,স্বামী হয়ে কতবার কতরূপে বলেছ আমাকে -
পুরুষ তুমি ভালোবেসেছো-আমাকে ,

তবু তোমারই আগুনে আমি নীরব অশ্রুজ্বালা-
তোমারই কারনে গেঁথেই চলেছি প্রেমগীতিকা মালা ॥

                                    বৈশাখী চ্যাটার্জী:02/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here